উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জোট বদলে ফের বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister of Bihar) হতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)? ইতিমধ্যেই বিহারের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। জল্পনা, জেডিইউ প্রধান নীতীশ এনডিএ নেতা হিসেবে আগামী ২৮ জানুয়ারি রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথ রয়েছে বিজেপি বিধায়ক সুশীল মোদি।
গত এক দশকে এই নিয়ে চতুর্থ বার! বারবার জোট বদলে নীতীশকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী হতে। জানা গিয়েছে, জেডিইউ প্রধান নীতীশ এতদিন বিহারে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’ জোটে ছিলেন। জেডিইউ সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলেই যোগ দেবেন এনডিএতে। এর পাশাপাশি এনডিএতে যোগ দিতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের ‘রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি’ (আরএলজেপি) এবং প্রয়াত রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগের দল ‘লোক জনশক্তি পার্টি (রামবিলাস)’ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিঁর ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা’। বিহারের ১৯ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন দল ভেঙে নয়া সরকারের সমর্থন করতে পারে বলে কানাঘুষো চলছে।
রাজনৈতিক মহলের ধারণা, নীতীশ কুমার ইন্ডিয়া জোটে সেভাবে গুরুত্ব না পেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখতে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন। তাছাড়া জেডিইউ নেতাদের একটা বড় অংশ চাইছিলেন নীতীশ লোকসভা নির্বাচনের আগে হাত মেলাক বিজেপির সঙ্গে। সব মিলিয়ে ‘মহাগঠবন্ধন’ ছেড়ে বিজেপির দিকেই ঝুঁকেছেন তিনি।
২০২০ সালে বিহারের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে লড়ে জিতলেও ২০২২ সালে এনডিএ ছেড়ে নীতীশ বিহারে আরজেডি-কংগ্রেস-বামেদের সমর্থন নিয়ে জোট বেঁধে সরকার গড়েন। ফের লোকসভার আগে নীতীশের বিজেপিতে যাওয়া প্রসঙ্গে জেডিইউ-র একটি সূত্র জানাচ্ছে, ‘ইন্ডিয়া’ জোট সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তাঁর। তাই আবার ফিরতে চান এনডিএতে।
এছাড়া, ৭৯ বিধায়কদের দল আরজেডি কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাপ দিচ্ছে তাঁকে। আরজেডি প্রধান লালু প্রসাদের ইচ্ছে, নীতীশকে সরিয়ে তাঁর পুত্র তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বীর হাতে পটনার কুর্সি তুলে দিতে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ বিধায়কের সমর্থন। নীতীশের দলের বিধায়ক সংখ্যা মাত্র ৪৫। ফলে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে বিজেপির ৭৮ বিধায়কের সমর্থন তাঁর প্রয়োজন।
জেডিইউ সূত্রে খবর, আগামী ৩০ জানুয়ারি বিহারের পূর্ণিয়াতে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ পেলেও যাবেন না নীতীশ। কিন্তু ৩ ফেব্রুয়ারি বিহারের বেতিয়াতে নরেন্দ্র মোদির যে সভা রয়েছে, তাতে নীতীশ থাকতে পারেন।