উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাবা-মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়িতে গিয়ে চকোলেট (Chocolate) উপহার হিসেবে পেয়েছিল দেড় বছরের শিশু। আর বাড়িতে ফিরে সেই চকোলেট মুখে দিতেই ঘটল বিপত্তি। আচমকাই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শুরু হয় গলগলিয়ে রক্তবমি। তারপরই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ (Date expired) চকোলেট খেয়েই অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি।
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) লুধিয়ানায়। জানা গিয়েছে, পাটিয়ালায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল ওই শিশুটি এবং তাঁর বাবা-মা। সেই আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময়ই শিশুটিকে উপহার হিসেবে একটি খাবারের বাক্স দেওয়া হয়েছিল। সেই বাক্সে থাকা চকোলেটটি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। ঘটনাটির পরই থানায় এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। পাটিয়ালায় যে দোকান থেকে চকোলেট কেনা হয়েছিল সেখানে গিয়ে চমকে যায় পুলিশ। দেখা যায় চকোলেটের পাশাপাশি আরও বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছিল ওই দোকানে। সেসবই পরবর্তীতে বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত মার্চে পাটিয়ালাতেই মেয়াদ উত্তীর্ণ কেক খেয়ে মৃত্যু হয়েছিল ১০ বছরের এক কিশোরীর।