কোচবিহার: শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম দেওয়া, মূল্যবৃদ্ধি রোধ সহ একাধিক দাবিতে মঙ্গলবার কোচবিহারে (Cooch Behar) আন্দোলনে নামে শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সিটু) (CITU)। এদিন সংগঠনের তরফে বিশাল মিছিল জেলা শাসকের দপ্তরে যায়। সেখানে ব্যারিকেড ভেঙে ফেলেন সংগঠনের সদস্যরা। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী সেখানে মোতায়েন ছিল।
সংগঠনের সম্পাদক জগৎজ্যোতি দত্ত জানান, মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। কিন্তু সরকার উদাসীন। তারই প্রতিবাদে এই আন্দোলন (Protest)।