Monday, June 17, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গSiliguri | ৭০-১০০ টাকা, তাপমাত্রার পারদের সঙ্গে বাড়ছে ডাবের দাম

Siliguri | ৭০-১০০ টাকা, তাপমাত্রার পারদের সঙ্গে বাড়ছে ডাবের দাম

সাগর বাগচী, শিলিগুড়ি: বলা হয়, দিনের শুরু বলে দেয় সারাদিনটা কেমন যাবে? শনিবার সকালও বলে দিয়েছিল বাকি দিনটা কেমন যেতে পারে। সকাল ন’টাতেই মনে হচ্ছিল দুপুর দুটো বেজে গিয়েছে। প্রয়োজন ছাড়া কেউই সেরকম বাইরে বেরোননি। যাঁরা বাইরে বেরিয়েছিলেন, এই অসহনীয় পরিস্থিতিতে একটু হলেও রক্ষা পেতে ভরসা করেছিলেন জল, ডাব(Coconut) এবং আখের রসে।

আখের রসের দাম না বাড়লেও ডাবের দাম শুনে ছ্যাঁকা লেগেছে অনেকেরই। কিন্তু রোদের ছ্যাঁকা খেয়ে ক্লান্ত শহরবাসী ডাবের ছ্যাঁকা খাওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন। এদিন হাসমি চকে কাজের ফাঁকে কয়েকজন ট্রাফিক পুলিশকর্মীকে ডাবের জলে গলা ভেজাতে দেখা গেল। তাঁদের কথায়, দাম একশো টাকা হয়েছে। কিন্তু এই গরমে চড়া রোদে রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তাই আপাতত টাকার মায়া না বাড়িয়ে ডাবের জল পান করছেন।

ডাব বিক্রেতাদের একাংশের কথায়, চারদিনে যত ডাব বিক্রি হয়েছে, শনিবারের বারবেলায় একদিনে সেই ডাব বিক্রি হয়েছে। একটি ডাবের দাম ছুঁয়েছে একশো টাকাও। তারপরেও ডাবের জলে গলা ভিজিয়েছেন শহরবাসী।

শিলিগুড়ির(Siliguri) এসএফ রোড, বর্ধমান রোড, সেবক রোড, চম্পাসারি সহ বিভিন্ন জায়গায় ডাব বিক্রি হয়। প্রতিটি বাজারে এদিন ৭০ থেকে ১০০ টাকায় ডাব বিক্রি হয়েছে। চম্পাসারি এলাকায় ডাব বিক্রি করেন রাকেশ ঠাকুর, মহম্মদ সাব্বিররা। রাকেশ বললেন, ‘এক সপ্তাহে যত ডাব বিক্রি হয়েছে, সেটা একদিনে বিক্রি করেছি। প্রচুর চাহিদা থাকলেও সেই অনুযায়ী সরবরাহ নেই। আকার অনুযায়ী দামের পার্থক্য। সেই কারণে দাম বেড়েছে। তবে এবছর অত্যধিক গরমের জন্য অনেক আগে থেকে ডাবের চাহিদা বেড়েছে।’

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা থেকে সাধারণত শিলিগুড়িতে সিংহভাগ ডাব আসে। ব্যবসায়ীদের কথায়, যত গরম পড়বে, ডাবের দামও সেইমতো বাড়ার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে পথচলতিদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করতে দিতে দেখা গিয়েছে। শিলিগুড়ি হিলকার্ট রোড, এসএফ রোড, মিলনপল্লির মতো জায়গায় অনেকে এমন উদ্যোগ নিয়েছিলেন। এসএফ রোডে পথচলতিদের ঠান্ডা পানীয়র গ্লাস এগিয়ে দিচ্ছিলেন বিকাশ শা, সবিতা কুমারীরা। সবিতার বক্তব্য, ‘এই গরমে অনেকে রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়েন। সে কারণে এই উদ্যোগ। শুনলাম, অন্য জায়গাগুলোতেও এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Train Accident | বাইকে চেপেই দুর্ঘটনাস্থলে পৌঁছোলেন রেলমন্ত্রী, আসছেন সুকান্ত-রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির ফাঁসিদেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত (Train Accident) হতেই এলাকায় ভিআইপিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সোমবার দুপুর নাগাদ এলাকায় পৌঁছোন দার্জিলিংয়ের...

Elephant Attack | হাতির হানা বড়দিঘি চা বাগানে, ভাঙল দোকান-বাড়ি 

0
চালসা: মেটেলি ব্লকের হাতির হানা অব্যাহত। রবিবার রাতে বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইনে হামলা চালায় হাতি। ভাঙল দোকানঘর ও বাড়ি। বাড়ির লোকজন...

Mamata Banerjee | ‘আরও মারাত্মক হতে পারত’, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় রেলকেই দুষলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Train Accident) রেলকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Kolkata...

Train Accident | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জের, রাজধানী সহ একাধিক ট্রেনের রুট বদল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করমণ্ডলের স্মৃতি যেন ফিরে এল। আরেকটি বড় দুর্ঘটনার(Train Accident) সাক্ষী থাকল ভারতীয় রেল। সোমবার রাঙাপানির(Rangapani) কাছে মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে...

Train accident | মানবিক রূপ দেখল শিলিগুড়ি, আহতদের সহায়তায় রক্তদানের হিড়িক মেডিকেলের ব্লাড ব্যাংকে...

0
শিলিগুড়িঃ মানবিক রূপ দেখল শহর শিলিগুড়ি। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রক্ত দিতে ছুটলেন প্রচুর মানুষ। উদ্ধারকার্যে...

Most Popular