Friday, May 17, 2024
HomeBreaking News‘একবার বাংলায় আসুন’, স্পেনে শিল্প সম্মেলনে ব্যবসায়ীদের আহ্বান মমতার

‘একবার বাংলায় আসুন’, স্পেনে শিল্প সম্মেলনে ব্যবসায়ীদের আহ্বান মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাদ্রিদে শিল্পপতি ও ব্যবসায়ীদের মঞ্চে বাংলাকে তুলে ধরলেন মমতা। বাংলা যে স্পেনের শিল্পপতিদের বিনিয়োগ গন্তব্য হতে পারে এদিন তা দ্বর্থ্যহীন ভাষায় তুলে ধরেন মমতা।
বৃহস্পতিবার বহুজাতিক বস্ত্র শিল্প সংস্থা জারা-র সঙ্গে মাদ্রিদে বৈঠক করেছেন মমতা। তারাই বাংলায় উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্পেনের বইমেলায় বাংলা বইয়ের জন্য আলাদা স্টলের ব্যবস্থা থাকবে বলেও কথা হয়েছে। কলকাতায় স্প্যানিশ ভাষা শেখানো নিয়েও মৌ সাক্ষর হয়েছে। এইসব কিছুকে মাথায় রেখেই এদিন শিল্প বানিজ্যের মঞ্চ থেকে সমগ্র বাংলার শিল্প সম্ভাবনার ছবিটা তুলে ধরতে চাইলেন মুখ্যমন্ত্রী।

 

এদিন মাদ্রিদে বিজিবিএসের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্পেনের সাংস্কৃতিক বাতাবরণ ও মানুষের পছন্দ-অপছন্দের সঙ্গে কলকাতা তথা বাংলার মিল রয়েছে। স্পেনের মানুষ শিল্প সংস্কৃতি, ফুটবলের গুণগ্রাহী। বাংলাতেও তাই। অর্থাৎ মনের মিল রয়েছে। সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্র প্রস্তুত রয়েছে। এবার তা শিল্পক্ষেত্রে সহযোগিতাতেও প্রসারিত হোক। বাংলায় ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে। বাংলায় সামগ্রিক ভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত সমুদ্র বন্দর, বিমান বন্দর থেকে শুরু করে সড়ক পথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে।’

 

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয়। সরবরাহ ব্যবস্থাও উন্নত। তা ছাড়া এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামিও রয়েছে রাজ্যে। সেই সঙ্গে সরকার সুনির্দিষ্ট জমি নীতি নিয়ে রেখেছে। কোথায় কোথায় শিল্পের জন্য জমি দেওয়া যেতে পারে তা চিহ্নিত করা হয়েছে। এ জন্য ল্যান্ড ব্যাঙ্কও তৈরি হয়েছে। বাংলায় শিল্প বাণিজ্যের প্রসারের ব্যাপারে সরকার সবরকম সাহায্য করে ঠিক, কিন্তু শিল্প সংস্থার কাজে নাক গলায় না। এ ব্যাপারে শিল্প সংগঠন ও বণিক সভাগুলিকে নিয়ে একটি কমিটি রয়েছে। তারাই এর ব্যবস্থাপনা দেখে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Arrest TMC Leader | সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরুপ! রায়গঞ্জে জেলে গেলেন দুই...

0
রায়গঞ্জঃ ধর্মের কল কি বাতাসে নড়ে উঠল? সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা তছরুপে অভিযুক্ত দুই তৃণমূল নেতা শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করলেন।...

Dakshin Dinajpur | বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

0
কুমারগঞ্জ: অভাব অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এর জেরে সম্প্রতি বাপেরবাড়ি চলে যান স্ত্রী। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ২৫-এর...

Siliguri | বন্ধ ঘরে পড়ে প্রবীণের দেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

0
শিলিগুড়ি: বছর ৬০-এর এক বৃদ্ধের রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে (Siliguri)। বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। বাঘা যতীন পার্কের...

Vande Bharat Express | মাছ-মাংস থেকে বাসন্তী পোলাও, বন্দে ভারতে এবার মিলবে ঐতিহ্যবাহী বাঙালি...

0
শিলিগুড়িঃ বাঙালির মাছের প্রতি দরদ নিয়ে কটাক্ষ করেছিলেন পরেশ রাওয়াল। কিন্তু বাস্তবে তিনি তো কটাক্ষ করেননি, বরং যেন আগুনে ঘি ঢেলেছিলেন। যার পরিণতি কী...

Aam Admi Party | বেনজির! আবগারি দুর্নীতিতে ইডি-র চার্জশিটে অভিযুক্ত ‘আম আদমি পার্টি’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নজিরবিহীন ভাবে অভিযুক্ত করা হয়েছে আম আদমি পার্টিকে। শুক্রবার এই মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট...

Most Popular