মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কংগ্রেস সমর্থকের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

শেষ আপডেট:

মুরতুজ আলম, সামসী: কংগ্রেস সমর্থকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাত সোয়া ৯টা নাগাদ রতুয়া-১ ব্লকের চাঁদমুনি মিনিপাড়া (১৮৯ বুথ) এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত মহম্মদ রফির বাড়িতে বোমা ছোড়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। কেউ হতাহত না হলেও বোমার জোরাল আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রতুয়া থানা ও সামসী ফাঁড়ি পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

মহম্মদ রফি জানান, গ্রামেরই আনিকুল, মনিরুদ্দিন, কবিরুল এই তিনজন তাঁর বাড়িতে বোমা ছোড়ে। এরা তিনজনই তৃণমূল কংগ্রেস আশ্রিত বলে দাবি রফির। তাঁর অভিযোগ, তাঁরা কংগ্রেস সমর্থক। সে কারণে তৃণমূল কংগ্রেস বোমা নিক্ষেপ করে ভয় দেখাচ্ছে। মহম্মদ রফি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। রবিবার সকালে ওই তিনজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানাবেন বলে তিনি জানান।

এবিষয়ে কংগ্রেস নেতা তথা জেলা পরিষদ প্রার্থী (২৬ নম্বর আসন) মহম্মদ হেসামুদ্দিন বলেন, ‘কংগ্রেস সমর্থকদের ওপর বোমা মেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে শাসকদল। তবে এসব করে কোনও লাভ হবে না। চাঁদমুনিতে গোহারা হারবে তৃণমূল।’

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী ফজলুল হক বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। বোমা নিক্ষেপের ঘটনায় শাসকদলের লোকজন কোনওভাবেই জড়িত নয়। কে জিতবে তা ভোটের পরই মানুষ দেখতে পাবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Belacoba | ১৬ বছরের প্রেমিকাকে বিয়ে করতে ‘তুলে আনল’ বছর ২০-র প্রেমিক! আটকে দিল প্রশাসন   

বেলাকোবা: প্রেমিকার বয়স ১৬ আর প্রেমিকের ২০। আর সেই...

Murshidabad | হোটেলের ঘরে সাজানো টাকার বাণ্ডিল! পাচারকারীর সূত্র ধরে পুলিশের নাগালে চক্রের মাথা

মুর্শিদাবাদ: রবিবার বিকেল নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায়...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...