Sunday, May 19, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরFinancial Fraud | তছরুপের অভিযোগ থেকে বেকসুর খালাস মোহিত, তবুও কং-তৃণমূল তর্জা...

Financial Fraud | তছরুপের অভিযোগ থেকে বেকসুর খালাস মোহিত, তবুও কং-তৃণমূল তর্জা রায়গঞ্জে

রায়গঞ্জ: রায়গঞ্জ কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত আর্থিক তছরুপের অভিযোগ থেকে রেহাই পেলেও আদালতের বাইরে কংগ্রেস-তৃণমূলের তর্জা কিছুতেই থামছে না। গত ৩০ এপ্রিল রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সল্টলেকের এমএলএ-এমপির বিশেষ আদালতে বেকসুর খালাস পেয়েছেন। তারপরই রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় রায়গঞ্জ শহর কংগ্রেস কমিটির তরফে মোহিতবাবুর সমর্থনে ফ্লেক্স লাগিয়েছেন কংগ্রেসকর্মীরা। ফ্লেক্সে লেখা আছে, ‘২০১৭ সালে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক ও তৃণমূল দলের চক্রান্তে মোহিত সেনগুপ্তের উপরে মিথ্যা মামলায় আদালতে সততার জয় হল।’

তবে বসে নেই তৃণমূলও। প্রাক্তন বিধায়ককে আক্রমণ করে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে শাসক শিবির। রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রনোজকুমার দাস রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির তরফে একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে লেখা আছে, ‘মোহিতবাবু, মনে আছে আপনার সই করা ২৬৯টা ওয়ার্ক অর্ডার? আপনার দুর্নীতির ফলে আজও রায়গঞ্জের পাড়ায় পাড়ায় ঠিকাদার বন্ধুরা অসহায়। তাঁদের মুখগুলি আপনার মনে পড়ে? মোট ৮ কোটি ৫২ লক্ষ ৭৮ হাজার ১৪৩ টাকা আপনি বাকি রেখে চলে গেলেন অস্তাচলে। সততার বিবেক কিছু বলে কি?

যদিও থেমে থাকেননি কংগ্রেস কর্মীরা। কংগ্রেসকর্মী বিশ্বজিৎ রায় লেখেন, ‘ওটা ২৬৯ না ২৭০টা ওয়ার্ক অর্ডার। তার মধ্যে একটা বিল আপনাদের প্রশাসক দিয়েছিলেন। আপনারা পারতেন ২৬৯ জন ঠিকাদারের বিল মিটিয়ে দিতে। তখন তো সমস্ত ফান্ড চলে এসেছিল। আপনারা চেয়েছিলেন, ঠিকাদারদের নিয়ে রাজনীতি করতে।’

পালটা জবাব দিয়েছেন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অভিজিৎ সাহা। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, যার বিলটা দিয়ে দেওয়া হয়েছিল তিনি তৎকালীন পুরপ্রধানের খুব কাছের লোক ছিলেন। যদিও পরে ধরে রাখতে পারেননি। আমাদের মতো তাঁকে দল ছাড়তে হয়েছিল।‘ যদিও মোহিতবাবুর একটাই কথা,‘সত্যকে কখনও এভাবে ধামাচাপা দেওয়া যায় না। রায়গঞ্জের মানুষ সব দেখেছেন, এখনও সব দেখছে।’

২০১৬ সালে রায়গঞ্জ পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রায়গঞ্জের মহকুমাশাসক টি.এন শেরপা রায়গঞ্জ পুরসভার প্রশাসক নিযুক্ত হন। এরপর মোহিতবাবুর কাছে সমস্ত হিসেবনিকেশ বুঝে নেন তিনি। কিন্তু ২০১৭ সালে মোহিতবাবুর বিরুদ্ধে ৮ কোটি ৫২ লক্ষ ৭৮ হাজার টাকা তছরুপের অভিযোগ আনেন তৎকালীন প্রশাসক। মামলা হয় আদালতে। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন নেন মোহিতবাবু। সেইসময় মোহিতবাবু বিধায়ক থাকায় মামলা চলতে থাকে সল্টলেকের এমপি, এমএলএ’র বিশেষ আদালতে। ৩০ এপ্রিল বিশেষ আদালত মোহিতবাবুকে নির্দোষ বলে ঘোষণা করে বেকসুর খালাস করে। আসন্ন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন ও রায়গঞ্জ পুরসভার নির্বাচনের প্রাক্কালে এমন রায় আদালত ঘোষণা করতেই কংগ্রেসকর্মীরা যথেষ্ট উচ্ছ্বসিত। তাই রায়গঞ্জ শহরজুড়ে ফ্লেক্স লাগিয়েছে তারা।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
পুলিশ প্রশাসনের নাকের ডগায় এয়ারভিউ মোর সংলগ্ন মহানন্দা সেতুর নিচেই দিনে দুপুরে চলছে জুয়ার আসর। অভিযোগ, প্রতিদিনই সকাল থেকে মহানন্দা সেতুর নিচের এই জায়গায়...

Siliguri | বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়ার শঙ্কা, নজরদারি বাড়াচ্ছে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: বৃষ্টি নিয়ে দোলাচলে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের দুই দপ্তর। জল সংকটের মাঝে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি নিগমের জল সরবরাহ বিভাগ। কিন্তু এই বৃষ্টিতে...

COVID-19 | ফের থাবা করোনার! সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ২৬ হাজার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে (Singapore) নতুন করে থাবা বসাল করোনা ভাইরাস (COVID-19)। করোনার নতুন ঢেউয়ে সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন...

Elephant | ফের জঙ্গলে রুটিন টহলদারিতে শিলাবতী

0
ময়নাগুড়ি: দেখতে দেখতে তিন মাসের বেশি সময় হয়ে গেল। রামশাই (Ramsai) মেদলা ক্যাম্পের জঙ্গলে সেভাবে কাজে দেখা যায়নি তাকে। জঙ্গল সুরক্ষা থেকে শুরু করে...

Health Care Centre | উদ্বোধনের পাঁচ মাস পরেও অচল স্বাস্থ্যকেন্দ্র

0
কার্তিক দাস, খড়িবাড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন অধিকারীর বারাসতভিটার সুস্বাস্থ্যকেন্দ্র (Health Care Centre)। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও চালু...

Most Popular