Saturday, May 11, 2024
HomeExclusiveJalpaiguri | বামেদের জমজমাট কার্যালয় আজ ভূতুড়ে বাড়ি

Jalpaiguri | বামেদের জমজমাট কার্যালয় আজ ভূতুড়ে বাড়ি

সেখানে নানা অসামাজিক কাজকর্ম চলে। এক সময় রাজনৈতিক মহলে খুবই গুরুত্বপূর্ণ এই কার্যালয়টির এহেন দশায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়েছে।

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: একদা সবসময় জমজমাট। ময়নাগুড়ি শহরের নতুন বাজারে থাকা সিপিএমের ময়নাগুড়ি ২ নম্বর লোকাল কমিটির কার্যালয়টি (Office) আজ যেন ভূতুড়ে বাড়ি। দলের কর্মী–সমর্থকদের কেউই আজকাল আর সেখানে পা বাড়ান না। এক দশকেরও বেশি সময় ধরে ফাঁকা অবস্থায় পড়ে থাকা কার্যালয়টিতে সমাজবিরোধীদের আখড়া বসে। সেখানে নানা অসামাজিক কাজকর্ম চলে। এক সময় রাজনৈতিক মহলে খুবই গুরুত্বপূর্ণ এই কার্যালয়টির এহেন দশায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়েছে। অসামাজিক কাজকর্ম (Antisocial Activities) রুখতে নিয়মিতভাবে অভিযান চালানো হয় বলে ময়নাগুড়ি থানা জানিয়েছে।

সিপিএমের তৎকালীন লোকাল কমিটির (Local Committee) সম্পাদক নবীন সরকার বলেন, ‘লোকাল কমিটির পরিবর্তে এরিয়া কমিটি হওয়ায় দলের এখানকার মূল কার্যালয়টি পুরাতন বাজারে তৈরি করা হয়েছে। তবে পুরাতন কার্যালয়টি সংস্কার করার চেষ্টা চলছে।’ দলের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা কমিটির সদস্য জ্যোতিপ্রকাশ রায় বললেন, ‘ওই কার্যালয়টি সংস্কারের জন্য প্রচুর টাকার প্রয়োজন। তবে আগামীতে যাতে সেটিকে যুব কার্যালয় হিসেবে ব্যবহার করা যায় সেই চিন্তাভাবনা চলছে।’

ময়নাগুড়ি শহরের নতুন বাজার এলাকায় বর্তমানে পুরসভার অন্তর্ভুক্ত ১৬ নম্বর ওয়ার্ডে বাম আমলে সিপিএমের এই কার্যালয়টি চালু হয়েছিল। একটা সময় এই কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের ভিড় লেগেই থাকত। বামেরা রাজ্যের ক্ষমতা হারানোর পর থেকে এই কার্যালয়টি জৌলুস হারাতে শুরু করে। দলের এখানকার মূল কার্যালয়টি ময়নাগুড়ি পুরাতন বাজারে চালু করায় এই কার্যালয়টি গুরুত্ব হারানো শুরু করে। একটি দুঃস্থ পরিবার একসময় এই কার্যালয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিল। তবে পুনর্বাসন পেয়ে ওই পরিবারটি অন্যত্র চলে যাওয়ার পর এই কার্যালয়টি পুরোপুরিভাবে বেহাল হয়ে পড়া শুরু করে। এই মুহূর্তে কার্যালয়টির ভগ্নপ্রায় (Broken) দশা। যে কোনও সময় দেওয়ালের চাঙড় খসে পড়ার জোগাড় হয়েছে। দরজা–জানলাগুলি ভেঙেচুরে একাকার। জানলার গ্রিল (Grill) চুরি হয়ে গিয়েছে।

সন্ধ্যা নামার পর এখানে সমাজবিরোধীরা নেশার আসর বসায়। কোনও কোনও দিন তো দিনেরবেলাতেও এ জাতীয় আসর বসে। এখানে যেভাবে নানা বয়সি দুষ্কৃতীর দাপট বাড়ছে তাতে বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলার ললিতা রায় বলেন, ‘এই কার্যালয়টির সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলব। পাশাপাশি, সেখানে দুষ্কৃতীদের কার্যকলাপ রুখতে পুলিশের সঙ্গে কথা বলব।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Changrabandha | আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সুচিত্রার! উচ্চমাধ্যমিকে দিনমজুরের মেয়ের সফলতার গল্প মুখে মুখে...

0
চ্যাংরাবান্ধাঃ অন্যের জমিতে চাষবাস করেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতি। এই আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করল চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী...

Amit Shah | অন্ডাল বিমানবন্দরে অমিত শা’কে বিদায় জানাতে ‘কয়লা মাফিয়া’! অভিযোগ তৃণমূলের

0
আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) বিদায় জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে ‘কয়লা মাফিয়া’ জয়দেব খাঁ! তাঁর হাত থেকে...

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

0
বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে প্রায় বন্ধ হতে বসেছে এক্স-রে পরিষেবা। যার জেরে সমস্যায়...

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তান সরকার। যা নিয়ে প্রতিবাদ শুরু হয়।...

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু...

0
শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে হল ছোটা ফাঁপড়ির আইসিডিএস সেন্টারকে। এবার শিশু শিক্ষা কেন্দ্রের...

Most Popular