Friday, May 3, 2024
HomeBreaking NewsJustice Abhijit Gangopadhyay | বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত সিপিএমের, কী বললেন সেলিম?

Justice Abhijit Gangopadhyay | বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত সিপিএমের, কী বললেন সেলিম?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পদ থেকে ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay)। আগামীকাল, মঙ্গলবার ইস্তফা দেবেন বলে রবিবার জানিয়েছেন বিচারপতি। তাঁর এই সিদ্ধান্ত সামনে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিচারপতি গঙ্গোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে সূত্রের খবর, বিজেপিতে(BJP) যোগ দিয়ে তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি। আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকার কথা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমের(CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md Selim)। সেলিম বলেন, ‘বেকার ছেলেমেয়েদের মনে নতুন করে আশা জাগিয়েছিলেন, অনেক নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানুষের প্রতি, দেশের প্রতি ওঁনার যে একটা দায়বদ্ধতা রয়েছে, তা ওনার কথা বার্তা এবংবিভিন্ন রায়ের মধ্যে প্রতিফলিত হতে দেখেছি। এই ধরনের মানুষের বেশি করে রাজনীতিতে আসা উচিত।‘

সেলিম আরও বলেন, ‘রাজনীতি ক্রমেই কলুষিত হয়ে যাচ্ছে। চোর, দুর্নীতিবাজদের জায়গা হয়ে যাচ্ছে। ফলে অনেক সময় মানুষ রাজনীতিতে আসতে চান না। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে তাতে রাজনৈতিক ক্ষেত্র আর সমৃদ্ধ হবে। দেশকে, সংবিধানকে বাঁচাতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করার ক্ষেত্রে এই ধরনের মানুষদের বেশি বেশি করে রাজনীতিতে আসা উচিত।‘ উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বাম মনস্ক তা নিয়ে কানাঘুষো রয়েছে। কিন্তু তিনি কোনও বামপন্থী দলে যোগ না দিয়ে গেরুয়া শিবিরকে বেছে নিলে তা অবাক করার মতোই ঘটনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিরোধ, অথচ রাহুলের পাশেই দাঁড়ালেন মমতা! কেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একইদিনে পূর্ব বর্ধমানে উপস্থিত মোদি-মমতা। মোদি (PM Narendra Modi) বর্ধমান ছাড়তেই রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা (Election campaign) করলেন মুখ্যমন্ত্রী...
sale of Shital pati is increasing in alipurduar

Alipurduar Shital Pati | অসহ্য তাপপ্রবাহ, আরাম পেতে কদর বাড়ছে শীতলপাটির

0
পল্লব ঘোষ, আলিপুরদুয়ার: দিন-দিন পারদ চড়ছেই। এই গরমে ভরসা ফ্রিজের জল, ফ্যান, এসি। শুধু তাই নয়। ঝোঁক বাড়ছে শীতলপাটির দিকেও। শহরের বাজারে এখন তাই...

Dev | দেবের কপ্টারে আগুন! উড়ানের পরই জরুরি অবতরণ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) কপ্টারে আগুন! উড়ানের পরই মালদায় (Malda) জরুরি অবতরণ করানো হল দেবের কপ্টারের। শুক্রবার নির্বাচনি প্রচারে এসে উত্তর মালদায়...

Mini fan demand | গরমে স্বস্তির খোঁজ, বাড়ছে মিনি ফ্যানের চাহিদা

0
শতাব্দী সাহা, চ্যাংরাবান্ধা: তাপমাত্রার পারদ চড়তে না চড়তেই ইলেক্ট্রনিক্সের দোকানগুলি নানা ধরনের ফ্যান, কুলারে ভরে ওঠে। কিন্তু সে সবকে টেক্কা দিয়ে এবার রীতিমতো হটকেক...

Covishield | ‘নতুন করে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই’, কোভিশিল্ড নিয়ে অভয়বাণী ডাক্তারদের

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের (Covid-19 Vaccine) পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই খবর প্রকাশ্যে আসার পরই...

Most Popular