সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Siliguri | নম্বরবিহীন টোটোর ভিড়, যানজট সমস্যায় জেরবার গোটা শহর

শেষ আপডেট:

শিলিগুড়ি: শহরে যানজট (Traffic jam) নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ পরীক্ষামূলকভাবে বেশ কিছু পদক্ষেপ করছে। কখনও মহাবীরস্থান ফ্লাইওভার দিয়ে একমুখী যান চলাচল করানো হচ্ছে, কখনও ব্যস্ততম রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হচ্ছে। শুক্রবারও পুলিশ বিভিন্ন ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে যান নিয়ন্ত্রণ করেছে। কিন্তু প্রধান রাস্তাগুলি অর্থাৎ হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড এবং বর্ধমান রোডে টোটো নিয়ন্ত্রণ করা হচ্ছে না কেন, সেই প্রশ্ন উঠছে। পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের দাবি, ‘পুলিশ নম্বরহীন টোটো নিয়ন্ত্রণ এবং যানজট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করছে। পুলিশকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেখানে কে তৃণমূলের ইউনিয়ন করে আর কে অন্য ইউনিয়ন করে সেটা দেখার কিছু নেই। শহরকে যানজটমুক্ত রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’

যানজট শিলিগুড়ি (Siliguri) শহরের জ্বলন্ত সমস্যা। তৃণমূল পুরনিগমে ক্ষমতা দখলের পরে এই সমস্যা মেটাতে তৎপর হয়েছিল। মেয়রের উদ্যোগে ট্রাফিক পুলিশ, পরিবহণ দপ্তর সহ অন্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠকের পরে হিলকার্ট রোড, সেবক রোড এবং বিধান রোডে নম্বরহীন টোটো নিষিদ্ধ করা হয়েছিল। এই সিদ্ধান্তের পর কিছুদিন পুলিশ কঠোর হাতে নম্বরহীন টোটো নিয়ন্ত্রণ করায় যানজট অনেকটাই কমেছিল। কিন্তু পুলিশের সেই কড়াকড়ি বেশিদিন টেকেনি। ফলে আবার একই পরিস্থিতি গোটা শহরের।

কলেজ পড়ুয়া সুতপা সাহার কথায়, ‘টোটোতে সুবিধা হয় ঠিকই। কিন্তু অনেক সমস্যা আছে। বেশিরভাগ সময়ই টোটোর জন্য যানজটে আটকাতে হয়। নম্বর ছাড়া টোটো নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’ একই মত বেসরকারি সংস্থার কর্মী জয়ন্ত তরফদারের। তিনি বলছেন, ‘রোজ অফিস যাওয়ার সময় যানজটে আটকাতে হয়। যেদিকেই যাই, টোটোর জন্য আটকাতে হয়। কাউকে তো পদক্ষেপ করতে হবে।’

শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর অবশ্য বলছেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা যান নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগামীতে মহকুমা প্রশাসন, পুরনিগম সহ অন্যদের নিয়ে বৈঠক করে নম্বরবিহীন টোটো নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বছরের সেপ্টেম্বরে মেয়র বলেছিলেন, পুজোর পরেই শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু আজ পর্যন্ত আর কোনও পদক্ষেপ হয়নি। ফলে প্রতিদিন শহরের প্রধান রাস্তাগুলিতে একটি নম্বরযুক্ত টোটোর সঙ্গে ১০-১৫টি নম্বরহীন টোটো ছুটছে। বাস, পণ্যবাহী গাড়ি, সিটি অটো, ব্যক্তিগত গাড়ি, রিকশার পাশাপাশি টোটোর দাপটে গোটা শহরের দমবন্ধ অবস্থা। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে অবরুদ্ধ হচ্ছে গোটা শহর। কিন্তু তবুও নীরব ট্রাফিক পুলিশ। পুলিশের একাংশের বক্তব্য, টোটো নিয়ন্ত্রণের সঠিক কোনও গাইডলাইন নেই, যার ফলে সমস্যা হচ্ছে। অনেক সময় বেআইনি টোটো আটক করলেই ইউনিয়নের লোক চলে আসছে, অথবা শাসকদলের কোনও নেতার ফোন পেয়ে ছেড়ে দিতে হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যে শুক্রবার থেকে কোর্ট মোড়ের যানজট নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে হাতি মোড়, কোর্ট মোড়ের স্টেট ব্যাংকের সামনে থেকে টোটো এবং অন্য ভাড়ার গাড়ি একমুখী চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। কিন্তু তাতে সমস্যা কতটা মেটে, সেটাই এখন দেখার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...