উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত রবিবারের বিধ্বংসী ঝড় ধ্বংসলীলা চালিয়েছিল ময়নাগুড়ি ব্লকের বার্নিশ সহ একাধিক গ্রামে। ঝড়ে গ্রামগুলি ধ্বংসস্তপে পরিণত হয়। গৃহহীন হয়ে ট্রিপল টাঙিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন আট শতাধিক পরিবার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার ত্রাণ নিয়ে ঝড় বিধ্বস্ত বার্নিশ গ্রামে পৌঁছাল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও এতোয়া। এদিন দ্বিতীয় দফায় ত্রান পৌঁছে দিলেন সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দুর্গতদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ট্রিপল, ম্যাট্রেস, চাল, ডাল তেল, সোয়াবিন সহ নানান খাদ্যসামগ্রী। দেওয়া হয়েছে শিশুখাদ্যও। এর পাশাপাশি বার্নিশগ্রামে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তাঁরা। সেখানে দুজন চিকিৎসক স্থানীয়দের স্বাস্থ্যপরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় পাল বলেন, এর আগে সিকিমের বিধ্বংসী বন্যার সময় বন্যাকবলিত গ্রাম গুলিতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন তাঁরা। এবারও তাঁরা ঝড়ে বিধ্বস্ত এলাকায় দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন। দুই দফায় তাঁরা ত্রাণ বিলি করলেন। প্রয়োজনে আবারও তাঁরা ত্রাণ নিয়ে আসবেন বার্নিশ সহ অন্যান্য গ্রামগুলিতে।