উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারাবছরই কমবেশি চুলের সমস্যা লেগেই থাকে। তার মধ্যে বড় সমস্যা হল খুশকির সমস্যা। আর খুশকির সমস্যা সহজে যেতে চায় না। খুশকি থাকলে তা চুলের পক্ষে ভীষণ ক্ষতিকর। গোড়া আলগা করে, চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই চুল থেকে খুশকি যত তাড়াতাড়ি সম্ভব দূর করা দরকার। আর সেই সমাধান লুকিয়ে আছে রান্নাঘরেই। রান্নাঘরের কিছু উপাদান দিয়েই চট জলদি উপকার পেতে পারেন।
টি ট্রি অয়েল: চুলের জন্য টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন। এরপর তা দিয়ে মাথায় মাসাজ করুন। ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা: চুল থেকে খুশকি দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এ জন্য মাথায় অ্যালোভেরা জেল লাগান। আলতোভাবে ম্যাসাজ করুন এবং আধ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
বেকিং সোডা: স্ক্রাব হিসেবে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এজন্য বেকিং সোডায় জল মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে মাথার ত্বকে মাসাজ করুন। ১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
দই: খুশকি দূর করতেও দই ব্যবহার করতে পারেন। এর জন্য মাথায় ২০ মিনিট টক দই লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
আমলকি: খুশকি দূর করতে আমলা পাউডারও ব্যবহার করতে পারেন। এই পাউডারে ভিটামিন সি-এর মতো পুষ্টি উপাদান।
লেবুর রস: চুলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এর জন্য লেবুর রসে কিছু জল মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মিশ্রণ আপনার স্ক্য়াল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।
অ্যাপেল সিডার ভিনেগার: খুশকির সমস্যা দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এর জন্য অ্যাপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে ব্যবহার করতে হবে। ২০ মিনিট এটি চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।