রাজ্য

বাড়ি ফিরতে চেয়েছিলেন! দুর্ঘটনায় মৃত কফিনবন্দি যুবকের নিথর দেহ এসে পৌঁছোল গ্রামে

ফরাক্কা: চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ফরাক্কার যুবক প্রেমিক ঘোষ। কিন্তু আর ফেরা হল না। ওডিশায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। সোমবার রাতে বেওয়া-১ পঞ্চায়েতের বাঁকা গ্রামে পৌঁছোল ২২ বছরের যুবকের নিথর দেহ। দেহ ফিরতেই কান্নার রোল গ্রামজুড়ে।

চেন্নাইয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন প্রেমিক। যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন তিনি। দুর্ঘটনার পর একদিন নিখোঁজ ছিলেন। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা প্রেমিককে খুঁজতে ওডিশায় ছুটে যান। অবশেষে খুঁজে পাওয়া যায় তাঁর নিথর দেহ। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল রাতে ফরাক্কায় নিয়ে আসা হয় প্রেমিকের দেহ। গতকাল যুবকের বাড়িতে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক, আইসি দেবব্রত চক্রবর্তী, ব্লক সভাপতি অরুনময় দাস, বেওয়া ২ অঞ্চল সভাপতি বরুন ঘোষ সহ অন্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওডিশার বালাসোরের বাহানগা বাজারের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। স্থানীয় একটি সূত্রের দাবি, প্রথমে করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে একই লাইনে আগে চলতে-থাকা একটি মালগাড়ির পিছনে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়। ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইনচ্যুত হয়ে পাশের ডাউন লাইনে ও নয়ানজুলিতে পড়ে যায়। সেই লাইন দিয়ে তখন উলটো দিক দিয়ে আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরাগুলি গিয়ে পড়ে ডাউন লাইনের উপর। বেঙ্গালুরু-হাওড়া ডাউন ট্রেনটি সেই বেলাইন কামরাগুলির উপর এসে পড়ে। হাওড়াগামী সেই ট্রেনটিরও দু’টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হাজার অতিক্রান্ত। সরকারি তথ্য মোতাবেক, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৭৩ জনের দেহ ফিরেছে বাংলায়। এখনও অন্তত ১২০ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Red sea | উত্তপ্ত লোহিত সাগর, ভারতগামী জাহাজে মিসাইল হামলা হাউথিদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত লোহিত সাগর (Red sea)। ভারতগামী একটি তেলের ট্যাংকারে (Oil…

6 mins ago

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স

চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই…

52 mins ago

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের…

1 hour ago

Joint war drills | বাংলাদেশ-চিনের যৌথ যুদ্ধ মহড়া! পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। মে…

1 hour ago

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

কৌশিক দাম প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর…

1 hour ago

রাজনীতি ও ক্রিকেট যেখানে একাকার

রূপায়ণ ভট্টাচার্য এত বেয়াদপ গরম সেদিন, সবারই নাকি প্রাণ যায় যায়! সোশ্যাল মিডিয়াতেই মানুষের চুইয়ে…

2 hours ago

This website uses cookies.