মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পাইপলাইনের গর্তে পড়ে মৃত্যু বৃদ্ধের, চালসায় শোরগোল

শেষ আপডেট:

চালসা: প্রায় চার থেকে পাঁচ মাস আগে এলাকায় বাড়ি বাড়ি জলপ্রকল্পের কাজের জন্য রাস্তার পাশে গর্ত খোঁড়া হয়েছিল। পাইপ বসানোর পরও গর্ত ভরাট করা হয়নি। ওই গর্তেই পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এমনটাই দাবি করেছে মৃতের পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধীরেন রায় (৮০)। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা কায়েতপাড়া এলাকায়। ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছোয় মেটেলি থানার পুলিশ। স্থানীয় লোকজন দ্রুত ওই এলাকায় গর্ত ভরাটের দাবি জানিয়েছেন।

মৃতের ছেলে নিতাই রায় জানান, শুক্রবার তাঁর বাবা গোরু বাঁধার জন্য দক্ষিণ ধূপঝোরা এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে কোনভাবে তিনি ওই গর্তে পড়ে যান। গর্তে থাকা কাদার মধ্যে দীর্ঘক্ষণ তিনি পড়েছিলেন। পরে বিষয়টি জানার পর তাঁকে তুলে নিয়ে আসা হলে তিনি মারা যান। প্রায় চার-পাঁচ মাস ধরেই ওই গর্ত হয়ে রয়েছে। বহুবার বলা সত্ত্বেও তা ভরাট করা হয়নি।

স্থানীয় বাসিন্দা রশিদুল প্রামাণিক বলেন, ‘ওই এলাকায় একটি দুর্গাপুজোর জন্য মণ্ডপ তৈরির কাজ হচ্ছে। পুজোর সময় ওই এলাকা মানুষের ভিড়ে ঠাসা থাকে। দ্রুত ওই গর্ত ভরাট করা দরকার তা না হলে এই রকমের ঘটনা পুনরায় ঘটার আশঙ্কা রয়েছে।‘ খবর পেয়ে এলাকায় পৌঁছোন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মজনুল হক। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের গাফিলতির জন্যই আজ ওই বৃদ্ধের মৃত্যু হল। পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায় এবং ওই এলাকায় যাতে দ্রুত কাজ করা হয় তার দাবি আমরা জানাবো সংশ্লিষ্ট দপ্তরকে।‘ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার শুভঙ্কর ব্রহ্ম বলেন, ‘বিষয়টি সহকারী ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। দ্রুত যাতে ওই এলাকায় কাজ করা হয় সেই ব্যবস্থাও করা হচ্ছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Kharibari | তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই পঞ্চায়েত সদস্যদের, বিজেপির মদত, দাবী জেলা সভানেত্রীর   

খড়িবাড়ি: খড়িবাড়ির বিন্নাবাড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। একমাস যেতে...

Dinhata | দিনের আলোয় ডোবা ভরাট! নীরব প্রশাসন

দিনহাটা: গত এক সপ্তাহ ধরে দিনের আলোয় ভরাট করা...

Cooch Behar | সিঁদুর পরার ধরনে বদল! কী বলছেন আধুনিকা নারীরা?

কোচবিহার: আগে ঘরে-বাইরে বিবাহিত মেয়েদের কপালে সিঁদুরের টিপ আর...

Balurghat | পাইপলাইন জোড়ার আঠা দিয়ে কৃষ্ণের মূর্তি

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাটি দিয়ে মূর্তি তৈরির কথা সকলের...