উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশ্নের উত্তর দিতে না পারায় হিন্দু পড়ুয়াকে চড় মারার নিদান দেওয়া হল সংখ্যালঘু ছাত্রকে! ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর। জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির ওই হিন্দু ছাত্রকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ওই শিক্ষক। কিন্তু তার উত্তর দিতে ব্যর্থ হয় সেই পড়ুয়া। এতেই ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষক ক্লাসের এক সংখ্যালঘু ছাত্রকে ওই পড়ুয়াকে চড় মারার জন্য নির্দেশ দেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই পড়ুয়া অবসাদে ভুগতে থাকে। বাড়িতে নিজেকে বন্দি করে রেখেছিল। পরে ঘটনাটি নজরে আসে পড়ুয়ার বাবার। ওই পড়ুয়া গোটা ঘটনাটি বিস্তারিত জানায় পরিবারকে। এরপরেই মুজাফফরনগর থানায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা। অভিযোগের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশ, স্কুল থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।