Friday, May 10, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গNaxalbari | হাতিঘিসায় পশু চিকিৎসালয় চালুর দাবিতে সরব বাসিন্দারা

Naxalbari | হাতিঘিসায় পশু চিকিৎসালয় চালুর দাবিতে সরব বাসিন্দারা

নকশালবাড়ি: লোকসভা নির্বাচনের আগে হাতিঘিসায় ফের পশু চিকিৎসালয় চালুর দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। গৃহপালিত পশুর চিকিৎসার জন্য তৈরি  হাসপাতালটি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি বর্তমানে দুষ্কৃতীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন বসছে নেশা ও জুয়ার আসর। কিন্তু প্রশাসন তা চালু করার বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না। ফলে ক্ষোভ জমছে এলাকায়। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। শিলিগুড়ি মহকুমা প্রাণী বিকাশ দপ্তরের তরফে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশুর চিকিৎসালয় তৈরির মূল উদ্দেশ্য ছিল, নেপাল অথবা দেশের অন্য রাজ্য থেকে আনা গোরু, ছাগল, শূকর, মোষকে দু’-তিনদিন রেখে চিকিৎসা করা। এখানে গৃহপালিত পশুদের ভ্যাকসিন দেওয়া হত এবং রোগ নির্মূল করে বাইরে পাঠানো হত। পশু চিকিৎসাকেন্দ্রটির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। রয়েছে লোহার গেট। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় ঝোপ, জঙ্গলে ঢেকে গিয়েছে। নিরাপত্তারক্ষীর অভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। প্রাচীরগুলিও দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে।

নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সিপিএম নেতা মাধব সরকার জানিয়েছেন, ২০০১ সালে প্রায় ৪২ লক্ষ টাকা খরচ করে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সেবদোল্লাজোতে তিন বিঘা জমিতে পশু চিকিৎসালয় তৈরি করা হয়েছিল। কিন্তু ২০১১ সালে এটা বন্ধ করে দেওয়া হয়। কর্মীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকেই হাতিঘিসায় আর কোনও পশু হাসপাতাল নেই।

স্থানীয় বাসিন্দা বাবলু ওরাওঁয়ের কথায়, ‘ঝোপজঙ্গলে ঢাকা টিনের শেডগুলির নীচে প্রতিদিন জুয়ার আসর বসে।’ অপর বাসিন্দা সুভাষ বর্মন বললেন, ‘পশু চিকিৎসাকেন্দ্রটি বর্তমানে সমাজবিরোধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। নিয়মিত এখানে মদের আসরও বসছে। বহিরাগত কিছু ছেলে প্রাচীর টপকে এখানে আড্ডা দেয়।’

হাতিঘিসা হাইস্কুলের পক্ষ থেকেও এই এলাকায় সমাজবিরোধীদের আড্ডা নিয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি সমীর বর্মনের বক্তব্য, ‘হাসপাতাল চত্বর ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে। এর ফলে নেশার আসর বসে এই চত্বরে। ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। বেশ কয়েকবার স্কুলের জিনিসপত্রও চুরি হয়েছে।’

এপ্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা প্রাণী বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর তুফান মাইতি বলেছেন, ‘হাতিঘিসায় পশু চিকিৎসালয়ের সমস্যার ব্যাপারে আমরা উপরমহলে জানিয়েছি। সেটা চালু করার বিষয়টিও জানানো হয়েছে।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

যোগীতেই মন মজে লখনউয়ের বাঙালিদের

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: হুসেইনগঞ্জ মেট্রো স্টেশন থেকে একটু এগোলে লখনউয়ের পুরোনো হিউইট রোড। রাস্তার মধ্যে একটি গলি ঢুকে গিয়েছে অনেকটা। রবীন্দ্র জয়ন্তীর সন্ধেয় সেখান...

0
পাতা-১৩ শিলি পুলিশ ও আবগারির নামে তোলাবাজি (ক্যাচ) বারে অনিয়মে অভয় দিচ্ছেন মজুমদার (শিলিগুড়িতে বার-পাবে অনিয়ম এখন খুল্লমখুল্লা। কোথাও নির্দিষ্ট সময়ের পরও খোলা থাকছে পানশালা, কোথাও আবার...

Siliguri | নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা ডাম্পারের, ভাঙল শেড

0
শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা মারল ডাম্পার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি (Siliguri) থানা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানার...

Amritpal Singh | ভোটে লড়তে চান অমৃতপাল, জামিন চেয়ে আদালতের দ্বারস্থ খলিস্তানি নেতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়তে চান। জল্পনায় সিলমোহর দিয়ে জানালেন খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। মনোনয়ন...

শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের মাঠে বসেছে পিচ গলানোর প্ল্যান্ট, ধোঁয়ায় ভোগান্তি আবাসিকদের

0
শিলিগুড়ি: সপ্তাহখানেক ধরে দমবন্ধকর পরিস্থিতিতে থাকতে হচ্ছে শান্তিনগর হাউজিং কমপ্লেক্সের আবাসিক সহ আশপাশের বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, সেখানে প্ল্যান্ট বসিয়ে পিচ গলিয়ে অন্যত্র কাজ হচ্ছে।...

Most Popular