Tuesday, May 14, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গসুইডেনের বিশ্ববিদ্যালয়ে নম্বর সিস্টেম নিয়ে গবেষণা দিনহাটার মাহবুবের

সুইডেনের বিশ্ববিদ্যালয়ে নম্বর সিস্টেম নিয়ে গবেষণা দিনহাটার মাহবুবের

দিনহাটা: আজকের দিনে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখতে চেয়ে অভিভাবকরা যখন কলকাতা কিংবা রাজ্যের সীমা ছাড়িয়ে দিল্লি অথবা রাজস্থানের মতো জায়গায় কোচিংয়ে পাঠাচ্ছেন, তখন প্রান্তিক শহর দিনহাটার ছেলে মাহবুব আলমের সাফল্য যেনও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিষয়কে ভালোবাসলে সাফল্য নিজে থেকেই ধরা দেয়। সংখ্যা নিয়ে গবেষণার কাজে প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের ভক্ত মাহবুব এখন সুইডেনে।

দিনহাটা বৌবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মাহবুব দিনহাটা উচ্চবিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। শিক্ষক জয়ন্ত চক্রবর্তী বলছেন, ‘মাহবুবের গণিতের প্রতি  প্রবল আগ্রহ ছিল। আর তাই গণিতের বিভিন্ন মেধা পরীক্ষায় মাহবুব যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে শিক্ষক-শিক্ষিকারা তাকে প্রতিনিয়ত উৎসাহিত করতেন।’ ২০১১ সালে উচ্চমাধ্যমিকের পরে গণিত নিয়ে প্রেসিডেন্সি কলেজে স্নাতক স্তরে ভর্তি হন মাহবুব। সেখানে স্নাতকে স্বর্ণপদক লাভের পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ভারতবর্ষের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর) থেকে ভাটনাগর পুরস্কারে ভূষিত ডঃ অনীশ ঘোষের অধীনে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন শেষে বর্তমান সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করছেন। বর্তমানে তাঁর গবেষণার বিষয় ‘নম্বর সিস্টেম’। আমাদের জানা-অজানা সংখ্যাগুলোর প্রত্যেকটির বিশেষ বৈশিষ্ট্য এবং চরিত্র রয়েছে। সেই বৈশিষ্ট্য এবং চরিত্র উদঘাটন করাই তাঁর গবেষণার কাজ।

মাহবুব জানান, গত দু’বছর সুইডেনে থেকে গবেষণার কাজ করছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের মতো দেশে মৌলিক গবেষণার কাজ যত এগোবে, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি তত প্রসারিত হবে। তাই মেধাবী ছাত্রছাত্রীদের অবশ্যই ফান্ডামেন্টাল সায়েন্সের প্রতি আগ্রহী হওয়া উচিত।’ পাশাপাশি তিনি জানান, ছাত্রছাত্রীদের উচিত নিজের পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যাওয়া। তাহলে সেই পড়াশোনায় সাফল্যের পাশাপাশি আনন্দ হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মস্মাৎ! তৃণমূল নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি আদালতের

0
হেমতাবাদ: চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা রায়গঞ্জ ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের...

Calcutta High Court | গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি মিলল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নয়। মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিতর্কিত এই বিজেপি নেতার...

Tea-Coffee | খাওয়ার আগে-পরে চা বা কফি খান? নিজের অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুর বা রাতের খাওয়ার আগে চায়ের কাপে সুখের চুমুক দেওয়ার অভ্যেস রয়েছে, বা ডিনার করে নিয়ে শোয়ার আগে এক কাপ...

IPL | দূরত্ব মিটল? রাহুলকে নৈশভোজে ডেকে আলিঙ্গন সঞ্জীব গোয়েঙ্কার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে মিটল কে এল রাহুল বনাম সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) দ্বৈরথ। নিজের বাসভবনে রাহুলকে নৈশভোজে ডেকে আলিঙ্গন করলেন সঞ্জীব গোয়েঙ্কা।...

Sikkim | যান নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ সিকিমে, ট্রাফিকের দায়িত্বে এআই

0
শিলিগুড়ি: অহেতুক গাড়ি চালাবার সময় একটি গাড়িকে ওভারটেক করে অনেকেই আনন্দ পান। অনেকে আবার গড়িমসি করেন পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট আপ-টু-ডেট করার জন্য। কিন্তু এই...

Most Popular