Monday, May 13, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরRaiganj | শ্মশানের জমিতে অনুষ্ঠান করা নিয়ে বিবাদ, পথ অবরোধ করে বিক্ষোভ...

Raiganj | শ্মশানের জমিতে অনুষ্ঠান করা নিয়ে বিবাদ, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

পথ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে যাওয়ায় ভোগান্তি হয় নিত্য যাত্রীদের।

রায়গঞ্জ: শ্মশানের জমিতে অনুষ্ঠান করা নিয়ে বিবাদের জের। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত ছটপাড়ুয়া পেট্রোল পাম্পের সামনে। পথ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে যাওয়ায় ভোগান্তি হয় নিত্য যাত্রীদের।

পেট্রোল পাম্পের অদূরেই গোলইসড়া এলাকায় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। প্রতিবছর শিবরাত্রি উপলক্ষ্যে সেখানে বাউল গানের আয়োজন করা হয়। নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় প্রতি বছর আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠান করা হয়। তবে শ্মশানকে কেন্দ্র করে যেহেতু এই অনুষ্ঠান, সেজন্য এই বছর সেখানেই অনুষ্ঠান করতে চান স্থানীয়রা। তাঁদের এই দাবি মানেননি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তাই এদিন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যসড়ক অবরোধ করে গ্রামবাসীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন তাঁরা।

এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যর স্বামী জগদীশ বর্মন বলেন, ‘ওই জায়গায় দীর্ঘদিন একট শ্মশান ছিল। এর অন্য পাশে রয়েছে একটি মন্দির। গত কয়েকদিন আগে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্মশানটি সেখান থেকে তুলে দেন ও স্থানীয় পূজা কমিটি সেখানে বাউল গানের ব্যবস্থা করেন। এই নিয়ে গ্রামের কিছু লোক গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ জানান। তখন পঞ্চায়েতের কিছু সদস্য সহ আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখি। তাঁদের অন্য জায়গায় বাউল গান করার প্রস্তাব দেই।’

অন্যদিকে পূজা কমিটির এক সদস্য দীপঙ্কর সেন বলেন, ‘এখানে মন্দিরের নির্দিষ্ট জায়গা রয়েছে। কিন্তু অনুষ্ঠানের কোনও নির্দিষ্ট জায়গা নেই। আজ এখানে তো কাল ওখানে এভাবেই হয়ে আসছে মেলা ও অনুষ্ঠান। কিন্তু শ্মশানের একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। তাই সেখানে অনুষ্ঠান করার আয়োজন করা হয়েছে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

West bengal weather update | নতুন সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা, কী বলছে ওয়েদার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। ফলে তাপপ্রবাহের পরিস্থিতি ও তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি...

Lok sabha election 2024 | শুরুতেই বিকল তিনটি বুথের ইভিএম, নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে আসানসোলে

0
আসানসোলঃ চতুর্থ দফায় সোমবার বাংলার আরও সাতটি কেন্দ্রের সঙ্গে  আসানসোল লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট শুরু হয়েছে। নির্বিঘ্নেই শুরু হয়েছে এই কেন্দ্রের ভোটগ্রহণ।...

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে চতুর্থ দফার ভোট, রাজ্যের ৮ আসনে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বাংলা সহ গোটা দেশে চতুর্থ দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024 )।  দেশের মোট ৯৬ কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নির্বাচন...

Firecracker Explosion | শিবকাশিতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ৮

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর শিবকাশিতে আতশবাজি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। শিবকাশি যা ভারতের আতশবাজি বানানোর মূলকেন্দ্র হিসাবে বিবেচিত হয়...

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের ৪ কর্মীকে তলব পুলিশের, তদন্ত নাপসন্দ, মুখ্যসচিবকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনের অন্দরে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিভিন্ন...

Most Popular