Friday, May 10, 2024
HomeTop Newsপৃথিবী প্রদক্ষিণ শেষ, ২১ দিনের মাথায় চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩

পৃথিবী প্রদক্ষিণ শেষ, ২১ দিনের মাথায় চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পৃথিবী প্রদক্ষিণ শেষ করে এবার চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। পৃথিবী প্রদক্ষিণ সফলভাবেই শেষ করেছে চন্দ্রযান ৩। এবার ধীরে ধীরে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান। আশা করা হচ্ছে চাঁদের মাটি স্পর্শ করতে চন্দ্রযানের সময় লাগবে আরও প্রায় তিন সপ্তাহ।

চাঁদের বলয়ে প্রদক্ষিণ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩। ভারতীয় মহাকাশযানটি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় ঢুকে পড়েছে। বর্তমানে চন্দ্রপৃষ্ঠ থেকে ৬২ হাজার ৬৩০ কিলোমিটার উচ্চতায় আছে। আগামী ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এটি। এরজন্য বৃদ্ধি করা হবে চন্দ্রযানের গতি। কক্ষপথে পৌঁছে গেলেই ফের গতি কমিয়ে আনা হবে এই ভারতীয় মহাকাশ যানের। মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে, তখন বন্ধ হবে প্রোপালশন মডিউলের ইঞ্জিন। এরপরই ধীরে ধীরে চন্দ্রযান নেমে যাবে চাঁদের দিকে।

ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর ৩০০ কিলোমিটার দূরে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা।

জানা গিয়েছে, চাঁদের কাছে গেলে বিভিন্ন ধাপে গতি কমানো হবে চন্দ্রযান ৩-এর। চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে পালকের মতো করে নীচের দিকে নামবে ল্যান্ডার। এর জন্য লাগবে মোট ২০ মিনিট। চাঁদের মাটি ছোঁয়ার পর খুলে যাবে দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে আসবে রোভার। এরপর থেকেই চন্দ্রযান ৩-এর রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, চাঁদ আদৌ মানুষের বসবাসযোগ্য কি না, তা খতিয়ে দেখবে চন্দ্রযান ৩-এর রোভার।

উল্লেখ্য, ১৯৬৮ সালে এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর সবথেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার-৭। এর আগে চন্দ্রযান ২-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল ভারত। সেবারে অল্পের জন্য দক্ষিণ মেরুতে ঠিক ভাবে অবতরণ করতে পারেনি ইসরোর মহাকাশযান। তবে বিজ্ঞানীদের মতে, চন্দ্রযান ২-কে কোনওরকম ব্যর্থ বলা যায় না। কারণ ওই মিশনের ৯০ শতাংশ লক্ষ্যই পূরণ হয়েছিল। শেষ মুহূর্তে গিয়ে মহাকাশযানটি ধ্বংস হলেও চাঁদের থেকে অনেক তথ্য এই মিশনের থেকে পেয়েছেন বিজ্ঞানীরা। সেই মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার চন্দ্রযান-৩ কে চাঁদে পাঠিয়েছেন বিজ্ঞানীরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhishek Banerjee | ‘এত নীচে কোনও রাজ্যপালকে নামতে দেখিনি’, শ্লীলতাহানিকাণ্ডে আক্রমণ অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "ক্ষমতা থাকলে রাজ্যপাল নিজের চেম্বারের ছবি দেখান। সেখানে উনি মেয়ের বয়সি মেয়ের সঙ্গে কী আচরণ করেছিলেন? তাহলেই তো সবটা স্পষ্ট...
bomb fear in siliguri

Siliguri | সুতলি বাঁধা বস্তুকে ঘিরে আতঙ্ক শিলিগুড়িতে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

0
শিলিগুড়ি: শিলিগুড়ির(Siliguri) পিএনটি মোড় এলাকায় সুতলি বাধা একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার দুপুরে রাস্তার ধারে একটি নালার পাশে বড় আকারের ওই সুতলি বাধা...

Sheikh Shahjahan | সাদা কাগজে সই, মিথ্যে ধর্ষণের অভিযোগে প্রতিক্রিয়া শাহজাহানের, কী বললেন তিনি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাদা কাগজে সই ও ধর্ষণের মিথ্যে অভিযোগ নিয়ে মুখ খুললেন সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখ (Sheikh Shahjahan)। শুক্রবার বসিরহাট (Basirhat court)...

Sandeshkhali | প্রাণনাশের আশঙ্কা গঙ্গাধর কয়ালের! কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। ভাইরাল হওয়া ভিডিও ফেক দাবি করে হাইকোর্টে...
water crisis in Siliguri, long queues of residents in front of taps

Siliguri | তীব্র জলসংকট শিলিগুড়িতে, কলের সামনে দীর্ঘ লাইন বাসিন্দাদের

0
শিলিগুড়ি: গজোলডোবায় তিস্তা ব্যারাজের বাঁধ মেরামতের জন্যে শিলিগুড়ি(Siliguri) শহরে পানীয় জলের সমস্যা(Water Crisis) হবে আগেই জানিয়েছিল পুরনিগম। সেইমতো শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকায়...

Most Popular