Sunday, May 12, 2024
HomeTop NewsEast Bengal | জামশেদপুর ম্যাচের আগে শক্তি বৃদ্ধি ইস্টবেঙ্গলের, লালহলুদে যোগ দিলেন...

East Bengal | জামশেদপুর ম্যাচের আগে শক্তি বৃদ্ধি ইস্টবেঙ্গলের, লালহলুদে যোগ দিলেন নতুন বিদেশি পন্টিচ      

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইস্টবেঙ্গলে নতুন বিদেশি। আইএসএলে নামার আগেই হোসে পাবদোর জায়গায় এলেন আলেকজান্ডার পন্টিচ। বৃহস্পতিবার ম্যাচের আগেই নতুন এই বিদেশি জামশেদপুরে যোগ দিয়েছেন দলের সঙ্গে। পরের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে পন্টিচকে দেখা যাবে মাঠে। নতুন বিদেশি পন্টিচের আগমনে ইস্টবেঙ্গলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন লাল হলুদ সমর্থকরা। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জেতার পর এই ম্যাচও সমান গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছে। প্রসঙ্গত, নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে চোট পান হোসে পারদো। গোটা মরসুমের বাকি ম্যাচ গুলোতে তাঁকে আর পাবে না টিম। তারই জায়গায় দলে এলেন নতুন বিদেশি আলেকজান্ডার পন্টিচ।

বৃহস্পতিবার আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। নামার আগে নতুন বিদেশি পন্টিচ দলের সঙ্গে বোঝাপড়া তৈরী এবং অনুশীলন করার জন্য হাতে পাবেন দুদিন। ম্যাচ খেলার জন্য তিনি কতটা প্রস্তুত রয়েছেন তাও বোঝা যাবে অনুশীলনেই। তাঁকে অনুশীলনে দেখে নেওয়ার পরেই লালহলুদ কোচ কুয়াদ্রাত ঠিক করবেন যে তিনি জামশেদপুর ম্যাচে দলে থাকছেন কিনা। এর আগে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের ঠিক আগেই দলে যোগ দিয়েছিলেন অপর বিদেশি ফেলিসিয়ো ব্রাউন। গুয়াহাটিতে তাঁকে মাঠে নামিয়েছিলেন কোচ। সেই ম্যাচে ব্রাউন গোল পেলেও ম্যাচ হেরে যায় ইস্টবেঙ্গল।

উল্লেখ্য একসময় ইস্টবেঙ্গলের কোচ থাকা খালিদ জামিল বর্তমানে জামশেদপুরের কোচিং এর দায়িত্বে রয়েছেন। ধারে-ভারে বেশ কঠিন প্রতিপক্ষ জামশেদপুর। কোচ জামিলের দায়িত্বে আসার পর ঘুরে দাঁড়িয়েছে জামশেদপুর। গত ম্যাচেই তাঁরা চার গোল দেয় পঞ্জাবকে। এখন পন্টিচের সংযোজন ইস্টবেঙ্গলকে আবার জয়ের মুখ দেখাবে কিনা সেটাই লক্ষ টাকার প্রশ্ন দলের অনুগামীদের কাছে। আবার এই ইস্টবেঙ্গলের কাছেই সুপার কাপে হেরেছিলেন জামিলের দল। স্বভাবতই বদলার একটা মরিয়া চেষ্টা যে কোচ জামিল করবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
রাজমিস্ত্রির মেয়ে উচ্চ মাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায়, বাঁধা অর্থ । তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই দেখে আসা শিক্ষিকার স্বপ্ন দুচোখে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ...
bee problem in dhupguri

গরমে বিগড়েছে মেজাজ, হানাদারি বাড়ছে পরিযায়ী মৌমাছিদের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ‘পরিযায়ী’র দাপটে বিপদ বাড়ছে। তা এড়াতে কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেউ বা সটান পুকুরে ঝাঁপ। ‘পরিযায়ী’ শব্দটার একটা আলাদা মাহাত্ম্য আছে। বাড়ি...

Heavy Rain | ধেয়ে আসছে ঝড়, দোসর প্রবল বৃষ্টি

0
শিলিগুড়ি: ধেয়ে আসছে কালবৈশাখী। কয়েক ঘণ্টার মধ্যে মূলত গৌরবঙ্গের তিন জেলা মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছু এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘণ্টায়...

Iran-Israel | মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! ইজরায়েলে পরমাণু হামলার হুঁশিয়ারি ইরানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আবহেই ইজরায়েলে পরমাণু হামলার (Nuclear attack) হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়া এখনও পর্যন্ত ইরান (Iran-Israel)...
Multiple complaints against Cooch Behar Municipality

Cooch Behar | কোচবিহার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বনধের ডাক ব্যবসায়ী সমিতির

0
কোচবিহার: কোচবিহার(Cooch Behar) পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ১৭ মে শুক্রবার কোচবিহার শহরে ২৪ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দিল ব্যবসায়ী সমিতি। বিষয়টি নিয়ে রবিবার...

Most Popular