Saturday, December 2, 2023
HomeBreaking Newsঅপসারণের নির্দেশ প্রত্যাহারের আর্জি, আদালতে হাজির ইডি অফিসার মিথিলেশ কুমার

অপসারণের নির্দেশ প্রত্যাহারের আর্জি, আদালতে হাজির ইডি অফিসার মিথিলেশ কুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তদন্ত থেকে অপসারনের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের হাজির হলেন ইডি অফিসার মিথিলেশ কুমার মিশ্র। এই আবেদন করতেই বৃহস্পতিবার মহামান্য আদালতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে উপস্থিত হন মিথিলেশ কুমার মিশ্র।

নিয়োগ দুর্নীতির তদন্তে অ্যান্ড বাউন্ডস তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ কতটা তা ইডির কাছে জানতে চেয়েছিল অমৃতা সিনহার সেঙ্গেল বেঞ্চ। বিশেষ করে জানতে চাওয়া হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ। এর জবাবে ইডি আধিকারিক মিথিলেশ কুমার আদালতে অভিষেকের সম্পত্তির যে তথ্য দেন, তাতে দেখা যায় তৃণমূল সাংসদের তিনটি বিমা রয়েছে, কিন্তু কত টাকার তার উল্লেখ নেই। এমনকি তাঁর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও রিপোর্টে উল্লেখ করা হয়নি। এই তথ্য দেখে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন বিচারপতি সিনহা। এরপর ইডি কর্তাকে রাজ্যে নিয়োগের সমস্ত মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু এই তদন্ত নয়, রাজ্যে তিনি কোনও তদন্তে যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়ে দেন বিচারপতি।

অমৃতা সিনহার নির্দেশের পর নিয়োগ মামলায় দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন অফিসার মুকেশ কুমার। তারই মধ্যে মিথিলেশ কুমার মিশ্রের এই আবেদন। আদালত সুত্রে জানা গিয়েছে, মিথিলেশের আবেদনের বিষয়টি খতিয়ে দেখছেন বিচারপতি অমৃতা সিনহা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments