উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। আগামী ২৬ জুন দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কয়লাপাচার কাণ্ডে ২৯ জুন অনুপ মাজিকেও তলব করেছে ইডি।
এর আগে ২১ জুন আইনমন্ত্রীকে তলব করে ইডি। তবে সেই সময় পঞ্চায়েত নির্বাচনের কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। ইডিকে চিঠি দিয়ে আরও সময় চান মন্ত্রী। কয়লাকাণ্ডে লেনদেনের তথ্য সামনে রেখে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।