Saturday, May 18, 2024
Homeউত্তর সম্পাদকীয়বোকা মানেই সবসময় বোকা থাকা নয়

বোকা মানেই সবসময় বোকা থাকা নয়

এপ্রিল ফুলের দিন নতুন করে বোকা হওয়ার সংজ্ঞাকে খুঁটিয়ে দেখা উচিত। ভারতে বোকা থাকার সংজ্ঞা পালটে যায়।

  • শর্মিষ্ঠা ঘোষ

কে চায় যেচে বোকা হতে? বাজারের ভাষায় মুরগি হতে? আর এমন কোথায় লেখা আছে ভালো মানেই বোকা জোলা আর চালাকরা সব দুষ্টু শেয়াল? (উপেন্দ্রকিশোরের গল্প মনে পড়ে নিশ্চয়ই!)

কে করল এমন তরল ক্ল্যাসিফিকেশন আর কেনই বা? পয়লা এপ্রিল এবং এপ্রিল ফুলের প্রেক্ষাপটে ভারতকে রেখে এই প্রশ্নগুলো আরও মনে হয়। এই দেশে স্বাধীনতার পর থেকে একটা বিশাল সংখ্যক মানুষকে তো বোকা বানিয়েই রাখা হয়েছে। মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান সমাধান চিন্তাও কোনওদিন তাদের একত্র করতে পারেনি। এক হতে পারেনি বলেই তারা অনেকাংশে শাসিত হয়েছে অযোগ্য শাসকের দ্বারা।

হ্যাঁ, মানছি সেসব শাসকের একমাত্র যোগ্যতা ছিল তারা এই জনগণের থেকে অনেক চালাক। কিন্তু সাধারণ মানুষ বোকাই থেকে যাবে চিরকাল, শোষিত হবে শাসিত হবে এ কেমন চাওয়া ? এটা কেন প্রোমোট করছি আমরা? কার স্বার্থে? কেনই বা এমন পেছন ফেরা চিন্তা প্রোমোট করা হয়? জ্ঞান-বিদ্যা-বুদ্ধির সঙ্গে সচেতনতা যোগ হলে কোনও মানুষ আর বোকা থাকে না। হৃদয়ে আলো জ্বললে ভালোবাসতে শেখে।

যে মানুষ সুস্থ চিন্তা চেতনা উদারতা এবং মানবিকতার চর্চা করে, সে মানুষ শয়তান নয় বা দুষ্ট নয়। সে কখনও অন্যকে কষ্ট দেয় না বা বঞ্চিত করে না, ঠকায় না। এই সামান্য কথাটা কেন সরাসরি বলতে পারি না একটি শিশুকে ? একদা যে শিশুটি বলেছিল, ‘রাজা তোর কাপড় কোথায়?’ সেও তো সরলই ছিল আসলে। এটাও কি বোকামি তবে? যে ‘সং অফ ইনোসেন্স’ এবং ‘সং অফ এক্সপেরিয়েন্স’ আমরা পড়ি, সেখানে ল্যাম্ব মানে ভেড়া এবং শিশু সারল‍্যের প্রতীক। সে যিশুখ্রিস্টের প্রতিরূপ। যে মানবসভ্যতার ভালোর জন্য প্রাণ দেবে। আর যে বাঘ, সে তার ভয়ানক হিংস্রতা কুটিলতার প্রতীক। সে আসলে মানুষের বড় হয়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশ দ্বারা দূষিত হয়ে যাওয়ারও প্রতীক। জীবন সংকট তাকে জটিল করে তোলে।

অধিকাংশ শিশু সরল এবং সত্যবাদী। কিন্তু তারা বোকা হোক একদম চাইবেন না কেউ। সে ন‍্যায় শিখুক। প্রতিবাদ শিখুক। প্রতিরোধ শিখুক। পিতৃপুরুষের অপমান বঞ্চনার প্রতিশোধ নেওয়া শিখুক। শিখুক ক্ষমা করাও। ক্ষমা এবং উদারতাও কিন্তু বোকামি নয় কোনও অর্থেই। আমাদের অভিধানে বোকা মানে ভালো নিশ্চয়ই নয়। ছিল না। আমরা যারা নতুন প্রজন্মকে এমন ভুল অর্থ শেখাচ্ছি তারা আসলে কী চাইছি? নতুন প্রজন্মকে ক্ষমতা এবং বলদর্পীর হাতের পুতুল করে তৈরি করতে চাওয়াটা অন্যায়। যেখানে প্রশ্ন থাকবে না? চেতনা থাকবে না? শিশুরা বড় হয়ে অনেক কিছু হতে চায়। আজ যে বোকা হতে চাইছে, কাল সে ভগৎ সিংয়ের মতো বা রবিন হুডের মতো হতে চায়। এপ্রিল ফুলের দিন বলা যায়, মানুষ সৎ সহজসরল সত্যবাদী হোক। যুক্তিনিষ্ঠ হোক। বোকা মানে কিন্তু সবসময় বোকা হওয়া নয়।

(লেখক সাহিত্যিক। রায়গঞ্জের বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বেশ কয়েকমাস ধরেই রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ...

Gang rape case | চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মডেল! প্রায় ২ মাস পর অভিযোগ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case) অভিযোগ। শুধু তাই নয়, ৩১ বছরের মধ্যপ্রদেশের (Madhya Pradesh)...

Hardik Pandya Banned | মুম্বই ইন্ডিয়ান্সে দুঃসংবাদ! পরের আইপিএলে দলের প্রথম ম্যাচে নির্বাসিত হার্দিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একে তো ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। পাশাপাশি পয়েন্টস টেবিলে একেবারে...

Bus Accident | চাকুলিয়ায় বাস দুর্ঘটনায় মৃত ২, আহত চার বাংলাদেশি সহ ১৩

0
কানকি: মর্মান্তিক বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হল ২ জনের। আহত চার বাংলাদেশি সহ ১৩ জন। চাকুলিয়া (Chakulia) থানার কানকি ফাঁড়ির ২৭ নম্বর জাতীয়...

Bus catches fire | যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ৮ জনের, আহত বেশ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন (Bus catches fire) লেগে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি...

Most Popular