Wednesday, May 22, 2024
HomeExclusiveনির্বাচনি বিধিভঙ্গ! মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সরকারি প্রকল্পের বোর্ড মালদায়

নির্বাচনি বিধিভঙ্গ! মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সরকারি প্রকল্পের বোর্ড মালদায়

মালদা: গত ১৬ মার্চ অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেদিন বিকেল থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। নিয়ম অনুয়ায়ী নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত সরকারি জায়গা থেকে মুখ্যমন্ত্রীর ছবি থাকা সমস্ত সরকারি প্রকল্পের বিজ্ঞাপন সরিয়ে ফেলার কথা। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পাবলিক প্লেস ও ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত প্রাইভেট প্লেস থেকে হোর্ডিং, ব্যানার ও পোস্টারও খুলে নেওয়ার কথা। অথচ নির্বাচন ঘোষণার ২০ দিনের মাথাতেও রাস্তায় দেখা মিলছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া দুয়ারে সরকার প্রকল্পের বোর্ডের। শুধু দুয়ারে সরকার প্রকল্পের পোস্টারই নয়, রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি সহ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের বোর্ডও।

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ‘যাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, তারাই আইনকে তোয়াক্কা করছে না। প্রশাসন কীভাবে শাসকদলের হয়ে কাজ করছে, আমরা তা নিয়ে বারবার অভিযোগ করেছি। মালদা জেলার একসময়ের পুলিশ সুপার এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। এর থেকেই আমাদের অভিযোগ প্রমাণিত হচ্ছে। শাসকদল প্রশাসনকে দলদাসে পরিণত করেছে। তৃণমূলের এটা চিরাচরিত আচরণ। শাসকদল এমন ঘটনা ঘটিয়ে বারবার প্রমাণ করতে চাইছে, তারা আইনের ঊর্ধ্বে। রাজ্যে দেশের আইনের বদলে তৃণমূলের আইন চলবে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি।’

এনিয়ে জেলা নির্বাচনি আধিকারিক তথা মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, ‘নির্বাচন ঘোষণার পর থেকে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে। নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি বোর্ড খোলা হয়েছে। তারপরেও যদি কোথাও বোর্ড থেকে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ব্যস্ত থাকায় এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | ভরসন্ধ্যায় চুরি মধ্য শান্তিনগরে, জানালার গ্রিল খুলে টাকা ও সোনা-গয়না নিয়ে চম্পট...

0
শিলিগুড়িঃ মঙ্গলবার সন্ধ্যে রাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটলো আশিঘর ফাঁড়ির মধ্যশান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন রাত সাড়ে সাতটা-সাড়ে আটটার মধ্যে ঘটনাটি ঘটেছে। বাড়িতে...

Cyclone Remal Prediction | ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর পথের কাঁটা মৌসুমী বায়ু! কী বলছে হাওয়া...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা নিয়ে জোর চর্চা চলছে। যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে...

IPL-2024 | ব্যাটে-বলে নাস্তানাবুদ হায়দরাবাদ, ৮ উইকেটে জিতে আইপিএলের ফাইনালে কেকেআর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট...

Ramkrishna Mission | মিশনে হামলায় সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! বিতর্কে পুলিশ

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করল পুলিশ। হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে...

BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

0
শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে...

Most Popular