মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Elections in Bangladesh | রবিবার নির্বাচন বাংলাদেশে, বিএনপির ডাকা ৪৮ ঘন্টার বনধে উত্তপ্ত কক্সবাজার

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই বাংলাদেশে সাধারণ নির্বাচন(Elections in Bangladesh)। আর তার আগেই উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে শনিবার থেকে ৪৮ ঘন্টা হরতালের(Strike) ডাক দিয়েছে বিএনপি(BNP)। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনেই নোয়াখালীর মাইজদী ও কক্সবাজারের(Cox’s Bazar) পেকুয়ায় বনধের সমর্থনে পথে নামে বিএনপির কর্মী সমর্থকরা। এদিন বনধ সমর্থকরা  ১৬টি যানবাহন ভাঙচুর করে বলে অভিযোগ। এই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিন সন্ধ্যায় নির্বাচনের বিরোধীতায় কক্সবাজারে মিছিল বের করে বিএনপি সমর্থকরা। সেই সময় পুলিশ মিছিল রুখলে পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। উন্মত্তদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তাতে বিএনপির ৫ সমর্থক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। সব মিলিয়ে ক্রমশ পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে বাংলাদেশে।

জানা গিয়েছে, নোয়াখালীর জেলা শহর মাইজদীর পুরবাজার ও মাইজদীবাজার এলাকায় বনধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এদিন সকাল সোয়া ৯টা ও বেলা সোয়া ১১টার দিকে দুই দফায় বিক্ষোভের ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা পুরবাজারে বনধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা সেখানে ছয়-সাতটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা এ সময় বাজার এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। তবে এ সময় কেউ হতাহত হননি।  মাইজদী বাজারে বনধ সফল করতে এলে আওয়ামী লীগের(Awami League) নেতা–কর্মীদের বাধায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিএনপি সমর্থকরা। এই ভাঙচুরের ঘটনায় পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ১০টি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেকুয়া চৌমুহনী, সিকদারপাড়া, সাবেক গুলদি, মডেল কেজি ও ইসলামী ব্যাংক এলাকায় এসব গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙা গাড়ির মধ্যে দুটি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও সাতটি ইজিবাইক রয়েছে। এসব ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Toronto Airport | অবতরণের সময় বিপত্তি! টরেন্টো বিমানবন্দরে যাত্রী সহ উলটে গেল বিমান, আহত ১৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় ৮০ জন যাত্রী...

Bangladesh । গরমে এসি ব্যবহারে রাশ টানলো ইউনূস সরকার, আদানির চাপে বিপাকে বাংলাদেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক...

Emir of Qatar । ভারত সফরে দিল্লি পৌঁছালেন কাতারের আমির, বিমানবন্দরে ‘ভাই’ বলে আলিঙ্গন মোদির  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছালেন...

South Africa | বিশ্বের প্রথম সমকামী ইমাম গুলিতে নিহত

কেপটাউন: তিনি বিশ্বের প্রথম সমকামী ইমাম (Gay imam)। দক্ষিণ...