Thursday, February 13, 2025
HomeTop NewsElon Musk | ভারতে আসছেন এলন মাস্ক, টেসলার কারখানার পরিকল্পনায় কি তাহলে...

Elon Musk | ভারতে আসছেন এলন মাস্ক, টেসলার কারখানার পরিকল্পনায় কি তাহলে সিলমোহর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত সফরে আসতে পারেন টেসলার (Tesla) মালিক এলন মাস্ক (Elon Musk)। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি নিজেই। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গেও দেখা করবেন তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে আশাবাদী।’ অবশ্য কবে তিনি ভারতে আসবেন সেই বিষয়ে বিস্তারিত জানাননি টেসলার সিইও। গত বছর মোদি মার্কিন সফরের সময় বৈঠক করেছিলেন এলন মাস্কের সঙ্গে। সেই সময়ে নিজেকে ‘মোদির ফ্যান’ বলেও দাবি করেছিলেন মাস্ক। পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে টেসলা।

সংবাদমাধ্যম সূত্রে আগেই খবর মিলেছিল যে ভারতে টেসলার প্রস্তাবিত কারখানার জন্য জমি দেখতে চলতি মাসেই ভারতে আসতে পারেন টেসলার শীর্ষ কর্তারা৷ ওই কারখানা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলেও দাবি করা হয়েছিল প্রতিবেদনে। সম্প্রতি টেসলার মতো সংস্থাকে ভারতে বিনিয়োগে উৎসাহী করতে ইতিমধ্যেই নতুন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই নীতিতে বলা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক বৈদ্যুতিন গাড়ির আমদানির শুল্কে ৮৫ শতাংশ অবধি ছাড় দেওয়া হবে। এর জন্য ন্যূনতম ৫০০ মিলিয়ন মার্কিন বিনিয়োগ করতে হবে এবং ৩ বছরের মধ্যে কারখানা তৈরি করতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার বৈদ্যুতিন ও স্বয়ংক্রিয় গাড়ি আনার পরিকল্পনা থাকলেও অতিরিক্ত আমদানি শুল্কের কারণে তা হয়ে উঠছিল না। গতবছরই টেসলার তরফে আমদানি শুল্কে ছাড়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছিল৷ একমাত্র সেক্ষেত্রেই টেসলা ভারতে নিজেদের কারখানা গড়ে তুলবে বলে জানিয়েছিলেন মাস্ক৷

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular