Sunday, April 28, 2024
HomeBreaking Newsজল্পনার অবসান, এশিয়াডে ফুটবল দল পাঠাবে ভারত, ঘোষণা ক্রীড়া মন্ত্রকের

জল্পনার অবসান, এশিয়াডে ফুটবল দল পাঠাবে ভারত, ঘোষণা ক্রীড়া মন্ত্রকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জল্পনার অবসান। শেষ পর্যন্ত ফুটবলের জন্য খুলে দেওয়া হল এশিয়ান গেমসের দরজা। এবার এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে এবার বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই খবর জানিয়েছেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে ‘ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আমাদের জাতীয় ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে’।

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। এশিয়ান গেমসে খেলবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে ভারতের মহিলা ফুটবল দলও। ২০১৪ সালে ফুটবলে শেষবার এশিয়াডে অংশ নিয়ে ছিল ভারত। কিন্তু সেবার জঘন্য পারফরমেন্সের জন্য ২০১৮ সালে ফুটবল টিম পাঠায়নি ভারত। সম্প্রতি পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে ফুটবল ফেডারেশন। ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

কেন্দ্রীয় ক্রীড়ানীতি অনুযায়ী, দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয় এশিয়াড বা অলিম্পিকের মতন প্রতিযোগিতায়। যদিও সেটা নির্ভর করে পদক পাওয়ার সম্ভাবনার ওপরে। কিন্তু এশিয়ান ফুটবলে ভারতের স্থান ক্রমতালিকায় ১৯। সেই নিরিখে ফুটবল দলের এশিয়ান গেমসের ছাড়পত্র পাওয়ার কথা ছিল না। এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর বিচার বিবেচনা করে ফুটবল বিশেষজ্ঞ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিশেষ অনুমতি দেওয়া হয়। সুতরাং এবার এশিয়াডে ফুটবলে অংশ নিতে দেখা যাবে পুরুষ এবং মহিলা ফুটবল দলকে।

উল্লেখ্য, এশিয়ান গেমসের ফুটবলে ভারত শেষ বার অংশগ্রহণ করেছিল ২০১৪ সালে। ইনচেয়নে ২৬ নম্বরে শেষ করেছিলেন সুনীলেরা। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘‘আমাদের পুরুষ এবং মহিলা ফুটবল দল আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রক দুই ফুটবল দলের জন্য নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, দু’টি দলই সাধারণ নিয়মে যোগ্যতামান অর্জন করতে পারেনি। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মাথায় রেখে নিয়ম শিথিল করা হয়েছে। আমি নিশ্চিত ফুটবলারেরা এশিয়ান গেমসে নিজেদের সেরাটা উজাড় করে দেবে এবং দেশকে গর্বিত করবে।’’

এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ স্তিমাচ। স্তিমাচ এশিয়াডে দল পাঠানোর জন্য সমাজমাধ্যমে সরাসরি আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পাওয়ায় যথেষ্টই উচ্ছ্বসিত তিনি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, ক্রীড়ামন্ত্রী, ফেডারেশন সভাপতি এবং ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় কোচ স্তিমাচ। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এশিয়ান গেমসে আমাদের খেলাটা খুবই দরকার। যত বেশি প্রতিযোগিতায় খেলতে পারব, তত আমাদেরই লাভ।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | বিজেপি কর্মীদের ওপর হামলায় ঝড়ল রক্ত! অভিযুক্ত তৃণমূল

0
শিলিগুড়ি: ভোট মিটে গেলেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল শিলিগুড়িতে। এদিন মাটিগাড়ার কলাইবস্তিতে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির শিলিগুড়ি...

Migrant Worker | রমরমিয়ে চলা মাছের ব্যবসাই হল কাল, কেরালায় খুন হলেন মানিকচকের পরিযায়ী...

0
মানিকচকঃ কেরালায় গিয়ে মাছের ব্যবসায় ব্যাপক পসার জমিয়েছিলেন মালদার মানিকচক নাজিরপুরের একটি ছোট্ট গ্রাম লস্করপুরের যুবক প্রকাশ। স্বল্প লাভে মাছ বিক্রি করায় অল্প দিনের...

Mekhliganj | খোলা সীমান্ত দিয়ে ভুল করে ভারতে প্রবেশ! যুবককে বিজিবির হাতে তুলে দিল...

0
মেখলিগঞ্জ: ভুল করে ভারতে ঢুকে পড়া এক যুবককে বাংলাদেশে ফেরাল বিএসএফ। রবিবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডরে ওই যুবককে বিজিবি-র আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।...

Rajganj | পুকুরে ভেসে উঠল ৩৫ কেজির মৃত মাছ, পুজোর উদ্যোগ বাসিন্দাদের

0
রাজগঞ্জ: অতিকায় মৃত মৃগেল মাছকে দেখতে রবিবার বিকেলে ভিড় জমে যায় রাজগঞ্জের মহারাজা পুকুরে। স্থানীয়রা জানিছেন মাছটির ওজন কমপক্ষে ৩৫ কেজি। এলাকায় পুকুরটি পবিত্র...

Kishanganj | মদের ভাটিতে হানা! বাবা-মেয়ের হাতে আক্রান্ত পুলিশ, পরে গ্রেপ্তার

0
কিশনগঞ্জঃ মদের ভাটিতে হানা দিতে গিয়ে অবৈধ মদের কারবারীদের হাতে আক্রান্ত পুলিশ। রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কিশনগঞ্জ শহরে ধরমগঞ্জ মাঝিয়া রোডে। এই ঘটনায়...

Most Popular