Saturday, May 11, 2024
HomeExclusiveMigrant Worker | কফিনবন্দি হয়ে ফিরলেও কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি অব্যাহত

Migrant Worker | কফিনবন্দি হয়ে ফিরলেও কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি অব্যাহত

এরই মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। এই পরিস্থিতিতে সংসার চালাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিচ্ছেন ক্রান্তি ব্লকের বহু তরুণ।

কৌশিক দাস, ক্রান্তি: বিজেপি-তৃণমূলের রাজনৈতিক আকচা-আকচিতে গত কয়েক বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ। অতীতে যারা কাজ করেছেন তাঁরা কবে এই কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা হাত পাবেন তাও আজানা। আদৌ পাবেন কিনা তাও অনিশ্চিত। বিপুল অংকের বকেয়া আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাছোড়। পালটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টাকা বন্ধের ‘সুপারিশ’-এ শতাধিক কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে। প্রকল্পের সমস্ত হিসেব সহ বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছে। তবুও টাকা আসেনি। এরই মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। এই পরিস্থিতিতে সংসার চালাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিচ্ছেন ক্রান্তি ব্লকের বহু তরুণ। যদিও এ ব্যাপারে প্রশাসনের কাছে নির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও সংখ্যাটা যে বেশ কয়েকশো, তা মেনে নিয়েছেন একাধিক পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। ভিনরাজ্যে কাজে গিয়ে এঁদের অনেকেই গুরুতর জখম হচ্ছেন। কেউ কেউ ফিরছেন কফিনবন্দি হয়ে। তথাপি পরিবারের মুখে হাসি ফোটাতে তাঁদের দেশময় ছড়িয়ে পড়া অব্যাহত।

২০১৯-এর লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদি যতই বছরে দু’কোটি তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিন না কেন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে গত পাঁচ বছরে তিনি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। রেল সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রকে হাজার হাজার পদ শূন্য। কিন্তু সরকারি চাকরির দরজা বন্ধ। বেসরকারি চাকরির ক্ষেত্রেও তথৈবচ। তাই অবিশ্বাস্য হলেও বহু শিক্ষিত ছেলে জীবিকার সন্ধানে এখন পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করছেন। অনেকে মন দিয়েছেন কৃষিকাজে। একটি বড় অংশের তরুণ টোটো চালিয়ে স্বনির্ভর হয়ে সংসার চালানোর চেষ্টা করছেন। কিন্তু তাতেও সংসারের দৈনন্দিন চাহিদা মেটানো যাচ্ছে না।

এ ব্যাপারে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন, ‘১০০ দিনের কাজে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এক নম্বরে ছিল। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় এই প্রকল্পের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। তবুও রাজ্য সরকার ৫০ দিনের কাজ চালু করতে চলেছে। বঙ্গবাসীকে বাংলার বাইরে গিয়ে যাতে কাজ করতে না হয় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে রয়েছেন।’ এই অভিযোগ উড়িয়ে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক বলেন, ‘রাজ্য সঠিক হিসেব না দিয়ে শাসকদলের নেতাদের পকেটে টাকা ভরতে সাহায্য করছে। বাংলায় কোনও কাজ নেই। বেকারত্ব বাড়ছে। তাই, বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও বাড়ছে।’

সম্প্রতি মাল ব্লকের কুমলাইয়ের একজন ছাদ থেকে পড়ে মারা যান। এর আগে কাঁঠালগুড়ির তরুণ ডাবলু রায় কাজ করতে গিয়ে কোমরের হাড় ভেঙে বর্তমানে শয্যাশায়ী। একই হাল দক্ষিণ হাঁসখালির তরিফুল ইসলামের। সিকিমে কর্মরত ষোলঘরিয়ার অজিত ওরাওঁ সম্প্রতি বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘দৈনিক কাজের সুযোগ কমছে। কিছুদিন দৈনিক মজুরিতে কাজ করেছিলাম। কিন্তু তাও অনিয়মিত। তাই অন্যত্র যেতে হয়েছে।’ ওই এলাকার রতন ওরাওঁ, নিমাই ওরাওঁ, বাজু ওরাওঁদের মতো অন্তত ১৫ জন কেরল সহ দক্ষিণের নানা রাজ্যে কর্মরত। রাজাডাঙ্গার উলেশ রায়, ডালু রায়, সুবল রায়দের অভিযোগ, স্থানীয় কাজে মজুরি খুবই কম। তাই, অন্যত্র যেতে হয়। স্থানীয় রহিদুল ইসলামের কথায়, ‘আমাদের কোনও নিরাপত্তা নেই। অনেকের মৃত্যু দেখেছি। অনেকে মারাত্মক জখম হয়ে ফিরেছে।’ ব্লকের বারোঘরিয়া, আনন্দপুর, কৈলাসপুর কিংবা মাঝগ্রাম, লাটাগুড়ির বহু মানুষ এভাবেই দৈনিক দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছেন।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Banarhat | চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ, শ্রমিকদের আতঙ্ক কাটাতে সচেতনতা শিবির বনদপ্তরের

0
বানারহাট: বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগানের বিভিন্ন সেকশনে ঘাঁটি গেড়েছে বেশ কয়েকটি চিতাবাঘ (Leopard)। তাই চা শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া চিতাবাঘের আতঙ্ক কাটাতে এবং...
jack pushing work started in siliguri ashoknagar

Siliguri | শুরু অশোকনগরের জ্যাক পুশিংয়ের কাজ, এই বর্ষাতেই মিলবে স্বস্তি?

0
শিলিগুড়ি: অশোকনগরের জ্যাক পুশিংয়ের(Jack Pushing) কাজ শুরু হলেও চলতি বর্ষাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না এলাকাবাসী। শনিবার এলাকা পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব।...

Samsi | চলাচলের রাস্তা নিয়ে ভাইদের মধ্যে বিবাদ, জখম দুই

0
সামসী: চলাচলের রাস্তা নিয়ে বিবাদ। আর সেই বিবাদের জেরে জখম হলেন দুই ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে ।...

Most Popular