Sunday, May 12, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গগোপন কথা ফাঁস করার আশঙ্কা! কিশোরকে খুনে অভিযুক্ত বন্ধু

গোপন কথা ফাঁস করার আশঙ্কা! কিশোরকে খুনে অভিযুক্ত বন্ধু

আসানসোল: বন্ধুর গোপন কথা জানিয়ে দিতে পারে, সেই কারণে খুন হতে হল স্কুল পড়ুয়াকে। অভিযোগের ভিত্তিতে স্কুল পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে সহপাঠীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে আসানসোলের জামুড়িয়া থানার বোরিংডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়ার নাম আনন্দ কেশরী (১৮)। ধৃত ১৭ বছরের কিশোর মৃতের প্রতিবেশী ও তাঁর বন্ধু।

জামুরিয়া হিন্দি হাইস্কুলের পড়ুয়া ছিল আনন্দ কেশরী। শনিবার রাত ৯টা নাগাদ, হঠাৎই বিশেষ প্রয়োজন রয়েছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। এরপর বিস্তর খোঁজাখুঁজি করেও ছেলের খোঁজ পাননি মা অনিতা কেশরী। রবিবার সকালে আনন্দের মা ও পাড়া-প্রতিবেশীরা পুলিশের কাছে জানতে পারে, জামুরিয়া নন্দী জোড়া পুকুর এলাকার শ্মশান সংলগ্ন মাঠে যুবকের রক্তাক্ত ও ক্ষত বিক্ষত দেহ পড়ে রয়েছে।

এলাকার বাসিন্দা ও মৃতের পরিজনেরা জামুরিয়া থানায় পৌঁছে এই ঘটনায় তাঁর সহপাঠীদের যুক্ত থাকার কথা দাবি করেন। মৃত স্কুল পড়ুয়ার মা বলেন, ‘গতকাল রাতে খাবার খেতে খেতে ছেলেটা হঠাৎ চলে গেল। শুধুমাত্র কিছু গোপন কথা নালিশ জানাবে এই অভিযোগের কারণে নৃশংসভাবে পিটিয়ে মারল এটা কখনই মেনে নেওয়া যায় না।‘ প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শনিবার রাতে ওই স্কুল পড়ুয়ার মাথায় কাঁচের বোতলের পাশাপাশি ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে মারধরও করা হয়েছে। ধৃত জেরায় সবকিছুই স্বীকার করেছে। তাকে আরও জেরা করা হচ্ছে। মৃতদেহর ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে, ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard | শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা চিতাবাঘ, সিঁটিয়ে চা শ্রমিকরা

0
বীরপাড়া: রাতে তো বটেই আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া (Birpara) থানার ডিমডিমা চা বাগানে দিনের বেলাতেও দেখা যাচ্ছে চিতাবাঘ (Leopard)। শনিবার ওই চা বাগানের (Dimdima...

Migrant Worker Death | ভিনরাজ্যে বহুতল থেকে পড়ে মৃত্যু তরুণ শ্রমিকের, দেহ ফিরতেই কান্নার...

0
গয়েরকাটা: ভিনরাজ্যে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু (Migrant Worker Death) হল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটের ১৯ বছরের এক তরুণের। মৃতের নাম শুভজিৎ রায়।...
eye surgery from Caesareans is done on the same table at birpara hospital

Birpara | নামেই স্টেট জেনারেল হাসপাতাল, একই টেবিলে চলে সিজার থেকে চোখ অপারেশন

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: নামে স্টেট জেনারেল হাসপাতাল। তবে মূল পরিষেবা বলতে ‘রেফার’। অভিযোগ ভুক্তভোগীদের। স্থানীয়রা বলছেন, বর্তমানে এর পরিচয় কার্যত বীরপাড়া(Birpara) স্টেট রেফারেল...

Arrest warrant | ৬ বছরের শিশুকে মোটা টাকায় বিক্রি! অভিযুক্ত বাবার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি...

0
রায়গঞ্জঃ ছয় বছরের শিশুকে মুম্বইয়ে বিক্রি করে দিলেন বাবা। এমনই অভিযোগ উঠেছে রতুয়া থানার সামসি সংলগ্ন পিন্ডলতলা গ্ৰামের বাসিন্দা কামাল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায়...
dinhatas dipankar sharma got 481 in hs

HS Result 2024 | অভাবের সঙ্গে লড়ে উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর, এসডিও হতে চায়...

0
সিতাই: সংসারের অভাব কাটিয়ে উচ্চমাধ্যমিকে(HS Result 2024) ভালো ফল করল কৃষকের ছেলে দীপঙ্কর শর্মা। কলা বিভাগে ৯৬ শতাংশ পেয়ে তাক লাগিয়েছে সে। ভবিষ্যতে তার...

Most Popular