Sunday, May 12, 2024
HomeTop Newsনির্মাণে রয়েছে হিন্দু পুরাণের ছোঁয়া, রামায়ণের গল্প, রামমন্দিরের আগেই উদ্বোধন অযোধ্যা বিমানবন্দরের

নির্মাণে রয়েছে হিন্দু পুরাণের ছোঁয়া, রামায়ণের গল্প, রামমন্দিরের আগেই উদ্বোধন অযোধ্যা বিমানবন্দরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহৎ অত্যাধুনিক বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হতে চলেছে অযোধ্যা বিমানবন্দর। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই চালু হয়ে যাবে ২৫০ কোটি ব্যয়ে নব-নির্মিত অযোধ্যা বিমানবন্দরের পরিষেবা। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হলেই যে দেশ-বিদেশের পর্যটকের ভিড় সেখানে উপচে পড়বে, সে বিষয়ে সন্দেহ নেই। আর সেদিকে লক্ষ্য রেখেই অযোধ্যা বিমানবন্দরকে নতুন করে গড়ে তোলা হয়েছে। সোমবার সেই বিমানবন্দরের প্রথম ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

অযোধ্যা বিমানবন্দরের নকশায় তুলে ধরা হয়েছে হিন্দু পৌরাণিক সংস্কৃতি। নাগা শৈলীর মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে দ্বিতল বিমানবন্দরটি। বিমানবন্দরের দেওয়ালে শিল্পকর্মে তুলে ধরা হয়েছে রামায়ণ।

অযোধ্যা বিমানবন্দরের নামও বদল করা হয়েছে। নতুন নাম হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে একসঙ্গে ৭৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪টি উড়ান ওঠা-নামা করতে পারবে।

অযোধ্যার নব-নির্মিত বিমানবন্দরে প্রবেশের মূল পথে রয়েছে একটি বিশাল ধাপ বিশিষ্ট শিখর, যেমন মন্দিরের সর্বোচ্চ চূড়া হয়। এছাড়া গোটা বিমানবন্দরে বিভিন্ন স্তম্ভে, এমনকি সিলিংয়ে রামায়ণের মূল ঘটনাগুলি খচিত করা হয়েছে।

সম্প্রতি অযোধ্যা বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৭৮ জায়গার উপর নির্মিত এই বিমানবন্দরটি বড় অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলির মধ্যে একটি হতে চলেছে বলে জানান যোগী আদিত্যনাথ।

গত ৮ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, চলতি মাসের শেষেই নতুন রূপে খুলে যাবে অযোধ্যা বিমানবন্দর। বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সঠিক কবে বিমানবন্দরের উদ্বোধন হবে, তা এখনও স্থির হয়নি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adrit-Kaushambi | আদৃত-কৌশাম্বির রিসেপশন জমজমাট, রংমিলান্তি পোশাকে নবদম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার চারহাত এক হয়েছে জনপ্রিয় তারকা জুটি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর (Adrit-Kaushambi)। শনিবার সন্ধ্যায় বসেছিল নবদম্পতির রিসেপশনের (Reception)...

POK | বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহত অন্তত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর (POK)। জনঅসন্তোষ প্রতিরোধ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে যায় পাক পুলিশ ও আধাসেনা। রীতিমতো একে...

Siliguri | বন্ধ প্রাথমিক স্কুলে বসছে নেশার আসর, পুলিশকে চিঠি পাঠানোর উদ্যোগ সংসদের

0
সাগর বাগচী, শিলিগুড়ি: সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এখন গরমের ছুটি চলছে। বন্ধ স্কুলগুলি সমাজবিরোধীরা কার্যত নেশার মুক্তাঞ্চলে পরিণত করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে।...
banks of the Sahu river filled with garbage

আবর্জনায় ভর্তি সাহু নদীর চর, সাফাইয়ের উদ্যোগ এলাকাবাসীর

0
শিলিগুড়ি: ছোট ফাপড়ির সাহু নদীর চর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে জঙ্গল এলাকার সহ নদীর...

HS Result 2024 | বাবা রাজমিস্ত্রি, উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে শিক্ষিকা হতে চায় নন্দিতা

0
তুফানগঞ্জ: ছোটবেলা থেকেই শিক্ষিকা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবরূপ দিতে ভূগোল অনার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে চিলাখানা হাইস্কুলের ছাত্রী নন্দিতা সরকার। এবার উচ্চমাধ্যমিকে তার...

Most Popular