দক্ষিণবঙ্গ

কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ইসিএলের প্রাক্তন কর্তা ও সিআইএসএফের ইনস্পেক্টর

আসানসোল: কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সিআইএসএফের ইনস্পেক্টর আনন্দমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ডিরেক্টর অপারেশন সুনীল কুমার ঝাঁকে। সিবিআই এদিন দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠায়। জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা না করায় দু’জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁদের আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হবে। সিবিআইয়ের তরফে তাঁদের হেপাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে সুনীল কুমার ঝাঁ সিংরোলি মাইনসে জেনারেল ম্যানেজার থেকে প্রমোশন পেয়ে ইসিএলে আসেন ডিরেক্টর অপারেশন পদে। সরজিৎ চক্রবর্তী ইসিএলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডির পদ থেকে অবসর নেওয়ার পর কিছুদিন তিনি সেই দায়িত্বে ছিলেন। অন্যদিকে, সিআইএসএফের ইনস্পেক্টর আনন্দ কুমার সিং ইসিএলের শীতলপুর সদর দপ্তরে পোস্টিং থাকলেও বিভিন্ন এরিয়ার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। এখান থেকেই তাঁকে ফরাক্কায় বদলি করা হয়েছিল। অভিযোগ, তাঁরা দুজনেই লালা ওরফে অনুপ মাঝির কাছ থেকে প্রচুর টাকা নিতেন কয়লা পাচারের জন্য। শুধু আনন্দমোহন সিংই নয়, মনে করা হচ্ছে সিবিআই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও বেশ কয়েকজন সিআইএসএফের আধিকারিকের নামও বেরিয়ে আসবে।

এর আগে এই মামলায় ইসিএলের বর্তমান ও প্রাক্তন জেনারেল ম্যানেজার সহ ৮ জনকে যখন গ্রেপ্তার করে বারবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হত, তখন তাঁদের আইনজীবীরা প্রশ্ন তুলতেন, ইসিএলের কয়লা চুরি আটকানোর দায়িত্ব সিআইএসএফের। তাহলে তাঁদের কাউকে কেন ধরা হচ্ছে না? এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়লেন সিআইএসএফের ইনস্পেক্টর।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সিবিআই কয়লা পাচার মামলায় এফআইআর করে। সেই মামলায় রাষ্ট্রায়ত্ত কয়লা খনি উত্তোলনকারী সংস্থা বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল)-এর ৪ জনকে প্রথমে গ্রেপ্তার করে। পরে একে একে আরও গ্রেপ্তার হন। তাঁদের কাছ থেকে প্রচুর কাগজ এবং আয় বহির্ভূত সম্পত্তি হদিস মেলে। বর্তমানে তাঁরা প্রত্যেকেই উচ্চ আদালতের থেকে জামিন পেয়ে বাইরে আছেন। সিবিআই যখন এই কয়লা পাচার মামলা শুরু করেছিল তখন প্রথম এফআইআরে অনুপ মাঝি ওরফে লালা ছাড়া ইসিএলের একাধিক জিএমের নাম ছিল। এর আগে কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্র ছাড়াও চার কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডল, গুরুপদ মাঝি সহ চারজন গ্রেপ্তার হয়েছিল। পরে এরাও কয়লা পাচার কাণ্ডে জামিন পান কলকাতার উচ্চ আদালত থেকে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Cyclone | চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলায়

শিলিগুড়ি: চার বছরের ব্যবধানে ফের কি প্রবল ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলা? বঙ্গোপসাগরে একটি সিস্টেম…

34 mins ago

Bagdogra | লোয়ার বাগডোগরায় অবৈধভাবে চলছে ক্র্যাশার, নীরব প্রশাসন

খোকন সাহা, বাগডোগরা, ১৩ মে : একদিকে নদী লুট, অন্যদিকে সেই লুটের বোল্ডার দিয়ে অবৈধভাবে…

48 mins ago

Siliguri | সেবক রোড এবং বর্ধমান রোডের গাছ অন্যত্র প্রতিস্থাপনে পরিবেশ কমিটির বৈঠক

শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড এবং বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের জন্যে ১৭৯টি গাছ অন্যত্র স্থানান্তরিত করতে…

10 hours ago

Siliguri | ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা পুরনিগমের

শিলিগুড়ি: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিষ্কার…

10 hours ago

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল…

11 hours ago

CBSE 2024 | সিবিএসই-র দশমে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবাং কৌশিক শর্মা, দ্বাদশে সেরা লাবণ্য

শিলিগুড়ি: সিবিএসই (CBSE 2024) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হল জিডি গোয়েঙ্কা…

11 hours ago

This website uses cookies.