রাজ্য

Migrant Worker Death | কর্ণাটকে ছয় তলা থেকে পড়ে মৃত্যু গাজোলের শ্রমিকের, শোকস্তব্ধ গ্রাম

গাজোল: ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু ঘটল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। নির্মাণকার্য চলাকালীন ছয় তলার উপর থেকে পড়ে মৃত্যু (Death) হয় তাঁর। ঘটনার জেরে কয়েকদিন ধরেই শোকের আবহ গাজোলের হবিনগর গ্রামে। শুক্রবার তাঁর দেহ নিয়ে অ্যাম্বুলেন্স (Ambulance) ঢুকতেই ছুটে আসেন গ্রামবাসীরা। সহায় সম্বলহীন ওই পরিবারের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন সকলেই।

কর্ণাটকের (Karnataka) বেলগামে একটি আবাসনের নির্মাণকার্যের সঙ্গে যুক্ত ছিলেন গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের হবিনগর গ্রামের বাসিন্দা পরিতোষ মণ্ডল (৩৫)। গত মঙ্গলবার বিকেলে সাটারিংয়ের কাজ করার সময় ছয় তলার উপর থেকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় বাসিন্দা গুরুদাস মণ্ডল বলেন, “গ্রামে মানুষদের কাজ নেই। এমনকি অনেকেরই তেমন কোনও জমি জায়গা নেই যে চাষবাস করে জীবিকা নির্বাহ করবে। তাই এই এলাকার বেশিরভাগ মানুষেরই জীবিকা নির্বাহের একমাত্র উপায় ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। সংসার চালানোর জন্য অন্যান্যদের সঙ্গে পরিতোষও ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত ১০-১২ বছর ধরে। বছরখানেক ধরে কর্ণাটকের বেলগামে একটি আবাসন তৈরির কাজে যুক্ত ছিল। গাজোলের একটি ঠিকাদারের মাধ্যমে ওই কাজে যোগ দিয়েছিল। কাজ করে যেটুকু আয় করতেন তাই দিয়েই কোনও রকমে চলতো সংসার। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই পরিবারটিকে আর্থিক সাহায্য করা হোক।” এদিকে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কেঁদেই চলেছেন স্ত্রী পূর্ণিমা মণ্ডল । তাঁকে সান্ত্বনা দিচ্ছেন গ্রামের মহিলারা। একমাত্র ছেলে পীযূষ তৃতীয় শ্রেণির ছাত্র। এখনও সে ঠিকভাবে বুঝেই উঠতে পারেনি যে কত বড় ক্ষতি হয়ে গেল তাঁর।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “একরাশ আতঙ্ক বুকে নিয়ে বাড়ির মানুষেরা কাজ করতে যান ভিনরাজ্যে। যাওয়ার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে যেতে হয় তাঁদের। অনেকেই কাজ সেরে বেশ কিছু টাকা-পয়সা নিয়ে ফিরে আসে বাড়িতে। আবার অনেকেরই মৃতদেহ ফিরে আসে। সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই উঠে আসে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর। এই মৃত্যুমিছিল যে কতদিন চলবে কে জানে!”

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

North Bengal University | কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড়, কোর্সে বদল আনছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কলেজ স্তরের নয়া ভর্তিতে (College Admission) কোর্সের ক্ষেত্রে রদবদল করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়…

13 mins ago

Siliguri Water Crisis | শিয়রে জলসংকট, ট্যাংকার-পাউচ দিয়ে তেষ্টা মেটানোর মরিয়া চেষ্টা

ভাস্কর বাগচী ও রাহুল মজুমদার, শিলিগুড়ি: সাতসকালে কিছু ওয়ার্ডে জল মিলেছে বটে, কিন্তু বিকেল হতেই…

29 mins ago

Tufanganj | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জের যমজ দুই ভাইয়ের নজরকাড়া ফলাফল ,মহকুমায় সম্ভাব্য প্রথম অমৃতাভ পাল

তুফানগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল না তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের যমজ…

11 hours ago

Worker death | হুড়মুড়িয়ে ধসে পড়ল চাঙর! সেবক-রংপো টানেলে ফের মৃত্যু শ্রমিকের

শিলিগুড়ি: সেবক-রংপো রেল প্রকল্পে কাজ চলাকালীন ফের এক শ্রমিকের মৃত্যুর (Worker death) ঘটনা ঘটল। বৃহস্পতিবার…

11 hours ago

HS Result 2024 |  বাবা পরিযায়ী শ্রমিক, উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুরের রুকসারের

হরিশ্চন্দ্রপুর: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রামের মেয়ে রুকসার খাতুনের।…

11 hours ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৬০, রাজমিস্ত্রি বাবার স্বপ্নপূরণ করতে চায় সাবানা

চ্যাংরাবান্ধা: বাবা চান মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বাবার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে…

11 hours ago

This website uses cookies.