ফাঁসিদেওয়াঃ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা গাঁজা উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র। শুক্রবার বিধাননগরে তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। সরকারি বাসে দাবিদারহীন ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩৫ কেজি গাঁজা (Ganja recovered)।
ফাঁসিদেওয়া ব্লকের (Phansidewa) বিধাননগরে ২৭ নম্বর জাতীয় সড়কে সন্দেহের বশে দিনহাটা থেকে মালদাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস পুলিশ আটক করে৷ তল্লাশি চালাতেই একটি রহস্যজনক ব্যাগ পায় পুলিশ। গাড়িতে থাকা যাত্রী, চালক, কনডাক্টর কেউই ওই ব্যাগের মালিক নন বলে দাবি করেন। এতেই পুলিশের সন্দেহ আরও বাড়ে৷ খবর পেয়ে এসডিপিও (নকশালবাড়ি) দীপঙ্কর সোম, সার্কেল ইন্সপেক্টর (নকশালবাড়ি) সৈকত ভদ্র ঘটনাস্থলে পৌঁছান। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে পুলিশ দাবি করেছে৷
উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি, ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ বিধাননগর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ বিশ্বাসের মন্তব্য, গাঁজা পাচারে জড়িত চক্রের মূল কারবারিদের ধরতে তদন্ত চালানো হচ্ছে৷ মাদক পাচারের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চালানো হবে৷