সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Chandranath Sinha | মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার কাড়ি কাড়ি টাকা, বাজেয়াপ্ত মোবাইল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক (Bolpur MLA) চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে পৌঁছোয় কেন্দ্রীয় তদন্তকারী দল। তাঁর নীচুপট্টির বাড়িতে পৌঁছোয় তারা। প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।

ইডি সূত্রের দাবি, তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ প্রায় ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মন্ত্রী এব্যাপারে কোনও সদুত্তর না দেওয়ায় ওই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কেন এত বিপুল টাকা বাড়িতে রেখেছিলেন মন্ত্রী, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এবিষয়ে মন্ত্রী কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে তাঁর দাবি, তদন্তে তিনি সবরকম সহযোগিতা করেছেন।

প্রসঙ্গত, মন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে ইডি। সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া যায়। অভিযোগ, চন্দ্রনাথ অন্তত ১০০ জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তলের কাছে পাঠিয়েছিলেন। এই প্রার্থীদের কাছ থেকে চাকরির বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় কীভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই ইডি তল্লাশি অভিযানে নামে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Lex Fridman Podcast | ‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex...

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা।...

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে...