Sunday, May 12, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে ডুয়ার্সের একাধিক চা বাগানে গেট মিটিং

২০ শতাংশ হারে বোনাসের দাবিতে ডুয়ার্সের একাধিক চা বাগানে গেট মিটিং

নাগরাকাটা: ভেস্তে গিয়েছে বৃহস্পতিবারের বোনাস বৈঠক। মালিকপক্ষের ৮.৫০ শতাংশ হারের বোনাস প্রস্তাবে রুষ্ট যুযুধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র চা শ্রমিক সংগঠন শুক্রবার থেকে গেট মিটিং শুরু করেছে বিভিন্ন চা বাগানে।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের হিলা চা বাগান ইউনিটের সম্পাদক দুর্গা মাহালি জানান, যে কোনও মূল্যে ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এও জানিয়েছে, ২০ শতাংশ বোনাসের আশ্বাস না মেলা পর্যন্ত ধাপে ধাপে গেট মিটিং চলতে থাকবে। এবিষয়ে মালিকদের যৌথ মঞ্চ কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টেশনস অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের আহ্বায়ক অমিতাংশু চক্রবর্তীর বক্তব্য, বোনাস নিয়ে আলোচনা চলছে। পরবর্তী বৈঠকের দিনক্ষণের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। গতকালের বৈঠকে সমস্ত সংগঠনকে বলা হয়েছিল গেট মিটিং জাতীয় কোনও আন্দোলনে না যাওয়ার জন্য। বিটিডব্লিইউইউ-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা বলেন, ‘মালিকরা কি বলছেন তা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। দাবি একটাই। ২০ শতাংশ হারে বোনাস। এর কমে যদি রফা হয় তবে সেই চুক্তিতে আমরা নেই। স্বাক্ষরও করব না।’ অন্যদিকে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম অবশ্য এখনই এই জাতীয় আন্দোলনের পথে হাঁটছে না। ফোরামের অন্যতম শীর্ষ নেতা মণি কুমার দার্ণালের কথায়, কথা হয়েছিল সবকটি শ্রমিক সংগঠন জোটবদ্ধভাবে নিজেদের দাবিকে তুঙ্গে নিয়ে যাবে। দুই সংগঠনের পৃথক গেট মিটিংয়ে কার কী লাভ হচ্ছে জানা নেই।

এদিন বৃষ্টি উপেক্ষা করে নাগরাকাটার হিলা, গাঠিয়া, জিতি, ধরণিপুর, গ্রাসমোড়, নয়া সাইলি, লুকসান, মেটেলির নাগেশ্বরী, কিলকোট, বানারহাটের ডায়নার মতো ডুয়ার্সের একাধিক বাগানে গেট মিটিং চলে। জানা গিয়েছে, আগামীকালও গেট মিটিং চলবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

0
ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের ছাত্রী রুমা রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬০ নম্বর পেয়ে...

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

0
শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে করালো নববর্ষের সন্ধ্যে রাতের কথা। আজ রাতে বৃষ্টি হয়েছে...

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

0
শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর সহ একাধিক জায়গায় গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে...

Most Popular