Saturday, May 11, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গDinhata | দুর্বৃত্তদের উৎপাত! রাতের অন্ধকারে চুরি হচ্ছে সরকারি গাছ

Dinhata | দুর্বৃত্তদের উৎপাত! রাতের অন্ধকারে চুরি হচ্ছে সরকারি গাছ

দিনহাটা: কয়েক মাস ধরে রাতের অন্ধকারে রাস্তার পাশের দামি গাছ চুরি হয়ে যাচ্ছে। গাছের শেকড়ও তুলে ফেলা হচ্ছে। দিনহাটা-২ (Dinhata) ব্লকের কিশমত দশাগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েত টিয়াদহ এলাকায় গুরুত্বপূর্ণ কদমতলা রোডের দুই পাশের বেশ কিছু গাছ ইতিমধ্যেই চুরি হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে গাছ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা। যদিও বিষয়টি জানা নেই বলে কিশমত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপচন্দ্র দাস জানিয়েছেন। তাঁর মন্তব্য, সরেজমিনে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলা রোডের দু’পাশে সরকারি জমিতে সরকারি উদ্যোগে শিমুল, শিশু, সেগুন, ইউক্যালিপ্টাস সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ লাগানো হয়। দেখভালের কথা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের। বর্তমানে গাছগুলি যথেষ্ট পরিণত। ফলে গাছগুলির দামও বেশ চড়া। তাই নজর পড়েছে দুর্বৃত্তদের। অভিযোগ, প্রায়ই রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গাছ। কারা চুরি করছে সে সম্পর্কে কেউ কিছু বলতে চান না।

স্থানীয়দের অভিযোগ, এলাকার রাজনৈতিক নেতার ও প্রশাসনের মদতেই কিছু মানুষ গাছ চুরি করতে সাহস পাচ্ছে।

স্থানীয় অমল বর্মন বললেন, রাত বাড়লে এই সড়কে যাতায়াত প্রায় বন্ধই হয়ে যায়। আর সেই সুযোগে অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রাতের অন্ধকারেই সরকারি গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। চুরি রুখতে পথবসতি ও প্রহরার ব্যবস্থা করা দরকার।

এলাকার পড়ুয়া সুদীপ বর্মনের কথায়, প্রায়ই গাছ চুরি হয়ে যাচ্ছে। কাটা ডাল দেখে চুরির ঘটনা জানা যায়। কিন্তু তখন কিছু করার থাকে না।

স্থানীয় তরুণ কাঞ্চন বর্মনের কথায়, সাধারণ মানুষ জ্বালানির জন্য গাছের শুকনো ডাল কাটলে অনেক সময় ব্যবস্থা নেয় প্রশাসন। অথচ প্রায় রাতেই চুরি হচ্ছে গাছ। যারা গাছ চুরি করছে তাদের ধরুক পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিত্যযাত্রী অবশ্য আঙুল তুললেন প্রশাসনের দিকে। তাঁর অভিযোগও মূলত চুরি হচ্ছে সেগুন গাছ। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের একাংশে মদত ছাড়া গাছ চুরি হতে পারে না। প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে না তখন স্থানীয় মানুষের প্রতিরোধ দরকার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
মাটিগাড়া, ১১ মে ঃ শিবমন্দিরে সম্প্রতি একটি জমিতে জীবিত সদ্যজাত কন্যাসন্তান উদ্ধারের ঘটনায় লজ্জায় মুখ ঢুকেছে শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার। আধুনিক সমাজেও এমন...

IPL | নির্বাসনের কবলে ঋষভ পন্থ, নতুন অধিনায়ক নিয়ে ধোঁয়াশা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার কারণে। প্রসঙ্গত, ৭...

0
ভায়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা

Lok Sabha Election 2024 | মিঠুনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থীর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। শনিবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন...
husband tortured his wife with cigarette butts

Raiganj | দেহ ব্যবসায় রাজি হয়নি স্ত্রী, সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালাল স্বামী

0
রায়গঞ্জ: দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীর সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালাল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের...

Most Popular