সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুণালের পুজোয় হাজির রাজ্যপাল, সিভি আনন্দের ভাষণে বদলে গেল সৌজন্যের সুর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অষ্টমীর সকালে কুণাল ঘোষের দুর্গাপুজো রামমোহন সম্মিলনীতে এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিলেন অঞ্জলি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোড়ণ ফেলেছে রাজনৈতিক মহলে।

অষ্টমীর সকালে রাজ্য রাজনীতিতে বড় চমক। সাত সকালেই কুণাল ঘোষের পুজোয় হাজির রাজ্যপাল সিভি আনন্দবোস। প্রতিদিনের মতো পুজো পরিক্রমায় বেরিয়ে এদিন রাজ্যপাল সোজা পৌঁছলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের পুজো উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মিলনীতে। এই পুজো কুণাল ঘোষের পুজো বলেই পরিচিত। এই ক্লাবের সম্পাদক তৃণমূল মুখপাত্র। রাজনৈতিক দূরত্ব ভুলে শারদোৎসবের সৌজন্য বাক্য বিনিময় করতেও দেখা যায় দুজনকে। এমনকী কুণালের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিতেও দেখা যায় সিভি আনন্দ বোসকে। কুণাল ঘোষ নিজে রাজ্যপালকে বোঝালেন থিম। কিন্তু এরপর ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বোস বক্তব্যের পরই তৈরি হয় জল্পনা।

এদিন কুণালের উপস্থিতিতে রাজ্যপাল বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। দুর্নীতি হল রক্তবীজ আর হিংসা নরকাসুর। মা কালী যেমন রক্তবীজের সংহার করেছিলেন আমরাও তেমন ভাবে দুর্নীতিকে শেষ করব। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শপথ নিচ্ছি গোটা বিশ্ব থেকে হিংসাকে মুছব, অসুরকে বিনাশ করব।’ এই বক্তব্যে বিশেষজ্ঞদের দাবি কুণালের মণ্ডপ থেকেই রাজ্যের শাসকদলকে নিশানা করছেন রাজ্যপাল। যদিও এই কথা মানতে নারাজ কুণাল ঘোষ। তিনি বলেন, ‘উনি জগৎজুড়ে হিংসা ও ভ্রষ্টাচার খতমের ডাক দিয়েছেন। উনি গাজা ভূখণ্ডে নিহত শিশুদের খতমের হিংসার কথাও বুঝিয়েছেন হয়ত। এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।’

সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন কুণাল। এবার অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজো রামমোহন সম্মিলনীতে হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুজোয় আবহে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ খানিকটা বদলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dhupguri | রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধূপগুড়িতে গ্রেপ্তার বিবাহিত তরুণ

শুভাশিস বসাক, ধূপগুড়ি : ১৬ বছরের এক কিশোরীকে রাস্তা...

Virat Kohli | আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-কেকেআর, প্রস্তুতি শুরু বিরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)...

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

Army officer assaulted | গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে বেধড়ক মার, ভাঙল হাত, পাতিয়ালায় ১২ পুলিশ কর্মী সাসপেন্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সেনা আধিকারিক ও তাঁর...