Saturday, May 4, 2024
HomeBreaking Newsঅনন্তনাগে বন্ধ গুলির লড়াই, জঙ্গিঘাটি ঘিরে ফেলেছে সেনা, গভীর জঙ্গল-পাহাড়ে চলছে তল্লাশি...

অনন্তনাগে বন্ধ গুলির লড়াই, জঙ্গিঘাটি ঘিরে ফেলেছে সেনা, গভীর জঙ্গল-পাহাড়ে চলছে তল্লাশি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনন্তনাগে গুলির লড়াই চলেছে ১০০ ঘন্টার ওপরে। রবিবার ভোরবেলা পর্যন্ত শোনা গিয়েছে গুলির আওয়াজ। কিন্তু তারপর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও জঙ্গীদের তরফ থেকে গুলির পালটা জবাব আসেনি। অনন্তনাগে টানা ৫দিন ধরে জঙ্গিদের গুলির লড়াই চলেছে সীমান্তের নিরাপত্তা রক্ষীদের। পার্শ্ববর্তী কোকেরনাগের জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। জঙ্গিদের তরফে পালটা জবাব না আসায় সেনাকর্তাদের অনুমান, হয় জঙ্গিরা পাহাড় টপকে পালিয়েছে, নয়তো সেনার গুলিতে প্রাণ হারিয়েছে। খুব শীঘ্রই তা স্পষ্ট হবে বলে।

ইন্দো-পাক সীমান্ত অনন্তনাগে গত পাঁচদিন ধরে চলছে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই। এই লড়াইয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে দুই সেনাকর্তা সহ এক পুলিশ আধিকারিক। জঙ্গিদের লক্ষ্য করে চলেছে ভারতীয় সেনার মর্টার, রকেট লঞ্চার এবং ড্রোন হামলা। শনিবারও জঙ্গি ঘাটি লক্ষ্য করে ঘন ঘন হামলা চালিয়েছে সেনা। জঙ্গিরাও পাহাড়ের নিরাপদ আশ্রয় থেকে পাল্টা গুলি চালাচ্ছিল। রবিবার ভোরবেলা পর্যন্ত দুপক্ষের গুলির লড়াই চললেও তারপর থেকে পালটা জবাব আসেনি জঙ্গিদের তরফে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, আগেই গোয়েন্দাসূত্রে খবর মিলেছিল, অনন্তনাগের প্রত্যন্ত পাহাড়ি এলাকা কোকেরনাগ জঙ্গলে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার বেশ কয়েকজন জঙ্গি। ভারতীয় সেনার ওপর হামলার ছক কষেছে তারা। সেই মতোই সীমান্তে নিরাপত্তা বাড়ায় সেনা। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভারতীয় সেনাদের। কোকেরনাগ জঙ্গল ভারতীয় সেনা ঘিরে ফেললে জঙ্গিরা আশ্রয় নেয় উঁচু পাহাড়ের গুহায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে লড়াই করার জন্য এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক দিন আগেই ওই পাহাড়ে ডেরা বানিয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ যে গুহায় তারা আশ্রয় নিয়েছে, সেখানে দীর্ঘ দিন ধরে লড়াই চালানোর রসদও মজুত করা হয়েছে বলে সেনা মনে করছে। সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা নিয়েই জঙ্গি সংগঠনটি ঢুকে পড়ে ভারতের সীমানায়।

তা ছাড়া যেখানে জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে, সেই জায়গাটি অত্যন্ত দুর্গম। প্রচন্ড বৃষ্টি ও ঠান্ডার কারণে ভারতীয় সেনার পক্ষে লড়াই চালাতে সমস্যা হচ্ছিল। ড্রোনের সাহায্যে জঙ্গি ঘাটিটি চিহ্নিত করতে পারলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে পৌছানো সম্ভব হচ্ছিল না। অন্যদিকে তুলনামূলক উঁচু জায়গায় থাকায় জঙ্গিদের লড়াই করতে সুবিধা হচ্ছিল। যে পাহাড়ে জঙ্গিরা আশ্রয় নিয়েছে, সেটি আবার পীর পঞ্জল রেঞ্জের সঙ্গে সংযুক্ত। এক দিকে ঘন জঙ্গল, অন্য দিকে গভীর খাদ, ফলে প্রাণ হাতে এগোতে হয়েছে সেনাকে। ফলে জঙ্গিরা এমন একটি জায়গাকে হামলার জন্য বেছেছে, যাতে সহজেই পালিয়ে যেতে পারে।

রবিবার ভোরের পর থেকে আর শোনা যায়নি গোলাগুলির আওয়াজ। জঙ্গিদের তরফ থেকে কোনও পাল্টা জবাব আসেনি। তা হলে কি সেনার মুহুর্মুহু মর্টার, রকেট লঞ্চার এবং ড্রোন হামলায় মৃত্যু হল জঙ্গিদের? না কি জঙ্গিরা পাহাড় টপকে পালিয়েছে? বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে সেনার এক সূত্রে খবর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Cooch Behar | ধানখেতে পড়ে নিখোঁজ বৃদ্ধের দেহ, খুবলে খেল শেয়াল-কুকুর

0
সিতাই: নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) সিতাইয়ের (Sitai) আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিতচাতরা গ্রামে। পুলিশ ও...

West bengal weather update | বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ, এই জেলাগুলিতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম থেকে এবার রেহাই মিলবে রাজ্যবাসীর! আবহাওয়া (West bengal weather update) নিয়ে আশার কথা শোনাল আবহাওয়া দপ্তর। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে...

Canada | নিজ্জর মামলায় ৩ ভারতীয় সন্দেহভাজন গ্রেপ্তার কানাডায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ৩ ভারতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করল কানাডা পুলিশ (Canada police)। ধৃতরা...

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ...

0
রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন অভিনেতার হেলিকপ্টার রতুয়া স্টেডিয়ামে দুপুর ১২ টা ৩০ নাগাদ...

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার শহরের একটি হোটেলে দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও...

Most Popular