বিনোদন

দুই বাংলার সিনেমার মেলবন্ধনে আলোচনা, হাসিনা সাক্ষাতে ‘বিজয়ার পরে’

শিলিগুড়ি: কাঁটাতারের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় এখন ‘বিজয়ার পরে’। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে শিলিগুড়ির অভিজিৎ শ্রীদাসের ছবি। দর্শকের পছন্দের ‘বিজয়ার পরে’ টিমকে তাই সৌজন্য সাক্ষাতের জন্য ঢাকার গণভবনে ডেকে নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বাংলার সিনেমা নিয়ে মিনিট দশেকের আলোচনা যখন থামল তখন ঘড়ির কাঁটা পাক্কা চল্লিশ মিনিট পেরিয়েছে।

ছবির অন্যতম অভিনেত্রী মমতাশংকর, স্বস্তিকা মুখোপাধ্যায়দের সঙ্গে হাসিনার আলোচনায় উঠে এসেছে দুই বাংলার সিনেমা আদানপ্রদানের বিষয়টি। দুই বাংলার ভাষা, সংস্কৃতি কীভাবে মিশে যায় সিনেমায়, তা নিয়েও খোশগল্পে মেতেছিলেন হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিনেমা নিয়ে এত আগ্রহে স্বাভাবিকভাবেই উৎফুল্ল পরিচালক অভিজিৎ। রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গ সংবাদকে বললেন, ‘আমরা কী বিষয় নিয়ে সিনেমা করি, কেমন করে সিনেমার ভাষা বলি, তা জানতে চেয়েছেন উনি। দুই বাংলার সিনেমা যোগাযোগ আরও দৃঢ় করতে নানা আলোচনা হয়েছে।’

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এখন সিনেমার সংখ্যা বাড়লেও মুক্তি নিয়ে প্রায়শই সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে কীভাবে দুই দেশের নিয়মের সরলীকরণ করা যায়, তা নিয়ে মূলত আলোচনা করেছেন হাসিনা। মমতাশংকরের কথায়, ‘বাংলাদেশ সবসময় আমার মনের কাছের একটা জায়গা। সেখানে যে আতিথেয়তা পেয়েছি, ভাবা যায় না। প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমা নিয়ে সবরকম কথা হয়েছে।’

ঢাকা চলচ্চিত্র উৎসবের অন্যতম বিচারক হিসেবে বাংলাদেশেই রয়েছেন শর্মিলা ঠাকুর। এদিন মমতাশংকর, স্বস্তিকা, অভিজিৎদের সঙ্গে আলোচনায় আসনজুড়ে ছিলেন তিনিও। সুমন ঘোষের হাত ধরে প্রায় ১৪ বছর পর বাংলা সিনেমা ‘পুরাতন’-এ ফিরছেন কিংবদন্তি শিল্পী। দুই দেশের সিনেমার ভূত-ভবিষ্যতের আলোচনায় তিনি ছিলেন অন্যতম কান্ডারি।

বুধবারই ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘বিজয়ার পরে’। বাংলাদেশের ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ দর্শক চুটিয়ে দেখেছেন ছবিটি। মাটিতে বসেও গোগ্রাসে মমতাশংকর-স্বস্তিকার মা-মেয়ের রসায়ন উপলব্ধি করেছেন সিনেমাপ্রেমীরা। আর তাতেই বেজায় খুশি পরিচালক অভিজিৎ ও প্রযোজক সুজিত রাহা। দুজনেরই কথায়, এত ভালোবাসা পাব, ভাবিনি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Flyover | বিপদ ও ঝুঁকি মাথায় উড়ালপুল

শমিদীপ দত্ত, বাগডোগরা: এশিয়ান হাইওয়ে হওয়ার পর থেকেই ভোল বদলেছে গোটা এলাকার। আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের সঙ্গে…

6 mins ago

Andhra Pradesh | মুখোমুখি সংঘর্ষের পরই বাস-লরিতে আগুন, মৃত ৬, জখম ২০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল দুটি গাড়িই। ঘটনায় …

13 mins ago

Madarihat | দুই দশক ধরে বক আগলে মাস্টারপাড়ার বকবুড়ি

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: মুজনাই নদীর পাড়ের মহল্লাটায় পাশাপাশি দুটি বাঁশঝাড়ে অগুনতি বক। স্থানীয়রা বলছেন,…

30 mins ago

CBSE Class 10th Result | সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল চালসার স্নেহার

চালসা: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় (CBSE Class 10th Result) ভালো ফল করে তাক লাগাল জলপাইগুড়ির…

35 mins ago

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল কৃত্রিম জলাধারে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ…

43 mins ago

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

1 hour ago

This website uses cookies.