Saturday, May 11, 2024
HomeTop NewsHigher Secondary Exam | টাকা না দিলে মিলবে না উচ্চমাধ্যমিকের অ্যাডমিট, পড়ুয়াদের...

Higher Secondary Exam | টাকা না দিলে মিলবে না উচ্চমাধ্যমিকের অ্যাডমিট, পড়ুয়াদের বিক্ষোভের মুখে টিআইসি   

মানিকচক: (Higher Secondary Exam) টাকা দাও, অ্যাডমিট কার্ড (Admit card) নাও। টাকা না দিলে মিলবে না অ্যাডমিট। এমনই নিদান মানিকচক শিক্ষা নিকেতনের টিআইসির (Manikchak Shiksha Niketan)। টাকা ছাড়া অ্যাডমিট কার্ড নিতে গেলেই মিলছে ধমকানি ও চোখ রাঙানি। এমনই গুরুতর অভিযোগ মানিকচক শিক্ষা নিকেতনের টিআইসি (TIC) সুব্রত প্রামাণিকের বিরুদ্ধে। ‘সেন্টার ফি’র নামে সম্পূর্ণ অবৈধভাবে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ টিআইসির বিরুদ্ধে। ছাত্রদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদে সুব্রত প্রমাণিকের বিরুদ্ধে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই স্কুলেরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। টিআইসির কর্মকাণ্ডে ক্ষুব্ধ অভিভাবকরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অভিভাবক বর্তমান টিআইসিকে টাকা তোলার মেশিন বলে অভিহিত করেছেন। সম্পূর্ণ ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ মানিকচক শিক্ষা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি তিনি সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন তিনি।

গত শুক্রবার মানিকচক শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে আগেই ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ। পূর্ববর্তী নোটিশে উল্লেখ না থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড নিতে গেলে তাদের কাছ থেকে টিআইসি সুব্রত প্রামাণিক ২২০ টাকা দাবি করে বলে অভিযোগ। কিন্তু এই টাকা দিতে রাজি হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর এতেই প্রচন্ড রেগে যান টিআইসি সুব্রত বাবু। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্পষ্ট জানিয়ে দেন, টাকা নেই তো অ্যাডমিট কার্ড ও নেই। টাকা ছাড়া অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সায়ন মণ্ডল, বিকি সাহা, আদিত্য সেন, শিব শঙ্কর মণ্ডলদের বক্তব্য, “দ্বাদশ শ্রেণীতে থাকাকালীন এই নিয়ে আমরা তিনবার স্কুল ফি বাবদ প্রথমে ৩৫০ টাকা, সেশনের মাঝখানে ২৪০ টাকা এবং অ্যাডমিট কার্ড নেওয়ার সময় ২২০ টাকা দিলাম। এত টাকা পশ্চিমবঙ্গের কোনও সরকারি স্কুলে নেওয়া হয় না। অ্যাডমিট কার্ড নেওয়ার সময় প্রধান শিক্ষক আমাদের সেন্টার ফি বাবদ ২২০ টাকা দাবি করেন। কিন্তু আমরা সেই টাকা দিতে রাজি না হওয়ায় আমাদের উচ্চস্বরে ধমক দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেন। পাশপাশি অ্যাডমিট কার্ড দেওয়া হবে না বলে ভয় দেখান। ভয় পেয়ে আমরা ২২০ টাকা দিতে বাধ্য হয়েছি।”

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শিব শংকর মণ্ডল আরও জানান, মাত্র কয়েকদিন আগে আমাদের বন্ধু সায়ন মণ্ডলের বাবা মারা যায়। তার কাছে ২২০ টাকা ছিলনা। তার প্রচন্ড আর্থিক অনটনের কথা জেনেও টাকা ছাড়া তাকেও অ্যাডমিট দেওয়া হয়নি। শেষমেষ আমরা বন্ধুরা চাঁদা তুলে তার টাকা দিয়েছি।

তবে যাকে ঘিরে এত সব অভিযোগ, মানিকচক শিক্ষা নিকেতনের টিআইসি সুব্রত প্রামাণিকের সাফাই, নিয়ম মেনেই টাকা নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ছাত্রদের সঙ্গে বোঝাপড়ায় একটু ভুল হওয়ায় এই বিপত্তি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
মোথাবাড়ি: মালদার কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি দামোদর টোলা সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পানীয় জলের সমস্যায় বাসিন্দারা জেরবার  রয়েছেন। এলাকায় পাইপলাইন থাকলেও পানীয় জল মিলছে না...

Acid attack | শপিং মলে মালয়েশিয়ার ফুটবল তারকার উপর অ্যাসিড হামলা, আতঙ্কে বাতিল একাধিক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুরক্ষিত নন ফুটবলাররাও। অ্যাসিড হামলার শিকার হলেন মালয়েশিয়ার এক ফুটবলার। এই ফুটবলারের নাম ফয়সল হালিম। তিনি দেশের নামী ফুটবল তারকা।...

Money seized | লরির ধাক্কায় গাড়ি উল্টোতেই রাস্তায় ছড়িয়ে পড়ল গাদা গাদা নোটের বান্ডিল,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয়...

Burial Cremation | রাত ৮ টার পর মৃতদেহ সৎকারে বাধা! সমাধান চেয়ে পথে নামল...

0
শিলিগুড়ি: ঘটনা গত ২১ শে এপ্রিলের। শিলিগুড়ির রামঘাটে রাত ৮ টার পর মৃতদেহ সৎকার করতে পারেনি স্থানীয় এক পরিবার। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন...
Popular Bangladeshi singer Tanveer piyal died in a road accident

Bangladesh | পথ দুর্ঘটনায় মৃত বাংলাদেশের জনপ্রিয় গায়ক তানভীর, জখম আরও ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের(Bangladesh) তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক তানভীর পিয়াল(Tanveer Piyal)। তাঁর ‘অড সিগনেচার’ নামে একটি বাংলা ব্যান্ড...

Most Popular