কালিয়াগঞ্জ: স্ত্রীর পর এবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির পদে এলেন স্বামী। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির নয়া সভাপতি পদে মনোনীত হয়েছেন বিদায়ী সভাপতি দীপা সরকারের স্বামী হিরন্ময় সরকার। সহকারী সভাপতি আসনের দায়িত্বভার গ্রহণ করলেন তৃণমূলের বুলি রায় বর্মন।
সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক অফিসে শুরু হয় বোর্ড গঠন পক্রিয়া। এ বছর ৯ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে চলতি পঞ্চায়েত সমিতির মেয়াদ। তারপরই বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করবেন হিরন্ময় সরকার। সদ্য পঞ্চায়েত ভোটে বরুণা অঞ্চলের ২৪ নম্বর আসন থেকে জোড়া ফুল প্রতীকে জয়ী হয়েছিলেন হিরন্ময় ওরফে বাপ্পা।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীপার কথায়, ‘উনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আগামী দিনে দায়িত্ব পেয়ে আমার থেকে আরও ভালো কাজ করবেন বাপ্পাবাবু। উনি কোনওদিন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আগামীতেও থাকবেন না।’