করণদিঘি: আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের বড় সোহার গ্রামে। সেখানে তৈবুর আলি নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রয়োজনীয় নথি ও আসবাবপত্র। বাড়ির মালিকের অভিযোগ, তার ঘরের উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে। তা থেকেই বাড়িতে আগুন লেগেছে বলে তাঁর দাবি। বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা। সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তৈবুর আলি। করণদিঘির বিডিও নীতীশ তামাং জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সাহায্য করা যায় কিনা, তা খতিয়ে দেখা হবে।
আগুনে ভস্মীভূত বাড়ি, সরকারি সাহায্যের আর্জি পরিবারের
শেষ আপডেট:

