Sunday, May 12, 2024
HomeTop News‘কজন স্প্যানিশ শিল্পপতি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন?’ মমতাকে প্রশ্ন অধীরের

‘কজন স্প্যানিশ শিল্পপতি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন?’ মমতাকে প্রশ্ন অধীরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য স্পেন ও দুবাই সফর শেষ করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘উনি স্পেনে যেতে পারেন কিন্তু মানুষের ব্যথা বোঝেন না। বাংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির এই পরিস্থিতিতে কিভাবে বিদেশে গেলেন মুখ্যমন্ত্রী?’ পাশাপাশি মমতার কাছে জানতে চাইলেন, মাদ্রিদের বিলাসবহুল হোটেলে থাকার খরচ কত।এভাবেই নিজের বাসভবনে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হলেন অধীর।

 

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া দেওয়া ছিল সময়ের অপেক্ষা। সেইমত রবিবার মুর্শিদাবাদে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম, আগস্ট-সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে। সরকারের উদাসীনতার জন্য এই পরিস্থিতি। অথচ এরই মধ্যে তিনি চলে গেলেন স্পেনে। তিনি স্পেন যেতে পারেন কিন্তু এখানকার মানুষের দুঃখ বোঝেন না।’

 

বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে বলেছিলেন তিনি নিজের বেতন বাড়াতে চান না। কেননা তাঁর লেখা বই থেকে যে রয়ালটি মেলে তাই দিয়েই তাঁর চলে যায়। মমতার এই কথার প্রসঙ্গ টেনে কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘উনি বলেন যে মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না। নিজের বই আর আঁকার রয়ালটি থেকে যা আয় হয়, তাতেই চলে। যদি তাই হয়, তাহলে কিভাবে মাদ্রিদের বিলাসবহুল হোটেলে থাকলেন? যেখানে প্রতিদিন ৩ লক্ষ টাকা করে খরচ? কটা বিনিয়োগ উনি আনতে পারলেন? আমরা জানতে চাই, কজন স্প্যানিশ শিল্পপতি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন? মানুষকে বোকা বানাবেন না।’

 

উল্লেখ্য, দেশ থেকে মোদি বাহিনীকে তাড়াতে বিরোধী দলগুলি ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেসও। কিন্তু রাজ্যে এই দুই দলের মধ্যে দূরত্ব কিন্তু মেটেনি। সুতরাং মমতার বিদেশ সফর নিয়ে অধীরের মন্তব্য কতটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করল তৃণমূলের জন্য, সেই ভাবনা থেকেই যাচ্ছে। যদিও মমতার বিদেশ সফর নিয়ে শুধু অধীর নয়, মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dhupguri | আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি যুবকের! যা ঘটল তারপর…

0
শুভাশিস বসাক, ধূপগুড়ি: জমি নিয়ে বিবাদ চলছিল কয়েক মাস থেকেই। আর সেখানেই আগ্নেয়াস্ত্র বের করে নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবক। যাকে...

Raiganj | এক ফোনেই দরজায় পৌঁছে যাচ্ছে মাদক, রমরমা কারবার রায়গঞ্জে

0
রায়গঞ্জ: শুধুমাত্র একটি ফোন কলেই হাতের নাগালে পৌছে যাচ্ছে চাহিদামতো মাদক। তরল মাদক, কাফ সিরাপ থেকে শুরু করে নেশার ট্যাবলেট, কী নেই মেনুতে? সবকিছুই...

Harischandrapur | বালি ছেটানোই অপরাধ! অভিযুক্ত কিশোরকে তুলে আছাড় দিয়ে গ্রেপ্তার বন্ধুর বাবা   

0
হরিশ্চন্দ্রপুরঃ আমবাগানে খেলার ছলে এক কিশোর অপর কিশোরকে বালি ছিটিয়ে দেয়। গায়ে বালি লাগায় কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বাবার কাছে নালিশ করে। এরপরই...

Lok Sabha Election 2024 | রাত পেরোলেই ৯৬ আসনে নির্বাচন, ভোটের হার বাড়ানোই চ্যালেঞ্জ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পেরোলেই চতুর্থ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে ভোটগ্রহণ। আগামীকাল বাংলার আট...

Bomb threat | ‘বোমা রাখা আছে’, দিল্লির দুই হাসপাতালে হুমকি মেলে আতঙ্ক

0
নয়াদিল্লি: রবিবার দিল্লির দুটি হাসপাতালে বোমাতঙ্ক ছড়াল। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধি হাসপাতালের ঘটনা। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রের খবর, ওই দুটি হাসপাতালে...

Most Popular