Tuesday, May 7, 2024
HomeBreaking NewsHS New Syllabus | উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টার হবে ওএমআর শিটে, কী বলছে...

HS New Syllabus | উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টার হবে ওএমআর শিটে, কী বলছে সংসদ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিকের সিলেবাসে বড় পরিবর্তন! ১০ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এল নতুন সিলেবাস (HS New Syllabus)। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিলেবাস তৈরি করা হয়েছে। কী পরিবর্তন আনা হয়েছে, তা ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharyya)।

কী থাকছে নতুন সিলেবাসে?

মোট ৬২টি বিষয়। তার মধ্যে ৪৯টির সিলেবাস পরিবর্তন হচ্ছে। ১৩টি ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি। ১১ বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল। এদিনই ওয়েবসাইটে সিলেবাস আপলোড হয়ে যাবে। প্রোজেক্ট, ইন্টারশিপ সংযুক্ত হচ্ছে নতুন সিলেবাসে।

প্রত্যেক বছর প্রতিটি বিষয়ের পড়াশোনার জন্য স্কুলে ২০০ ঘণ্টা নির্ধারিত থাকবে। প্রথম সিমেস্টারের জন্য ১০০ ঘণ্টা পড়াশোনা। দ্বিতীয় সিমেস্টারের জন্য ৮০ ঘণ্টা। আর ২০ ঘণ্টা ‘রেমিডিয়াল ক্লাসে’ অথবা হোম ‘অ্যাসাইমেন্টের’ জন্য। এর মধ্যেই থাকবে প্রোজেক্ট ও ইন্টার্নসিপও।

নতুন শিক্ষানীতিতে সিমেস্টার সিস্টেম হচ্ছে। একাদশ, দ্বাদশে সিমেস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে। ২০২৫-২৬ এ উচ্চমাধ্যমিক সিমেস্টার পদ্ধতিতে। প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে।

একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সিমেস্টার হিসাবে। দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টার হিসাবে। ৭০ নম্বর লিখিত, ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। প্রত্যেক সিমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। প্র্যাকটিক্যাল পরীক্ষা লিখিত পরীক্ষার শেষে হবে। প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে। ২০ নম্বর প্র্যাকটিক্যাল। ৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে। ৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে।

একাদশের পরীক্ষার দায়িত্ব স্কুলের। রুটিন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সিমেস্টার হবে ওএমআর (OMR) শিটে। একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণির থার্ড ও ফোর্থ সিমেস্টার হবে। উচ্চ মাধ্যমিকের প্রথম সিমেস্টারে শূন্য পেলেও পরের সিমেস্টারে বসা যাবে। বাংলাতে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। গদ্য ও পদ্য পরিবর্তন হয়েছে। গুজরাটি, ফ্রেঞ্চ, পাঞ্জাবি- এই তিনটি বিষয় বাদ দেওয়া হচ্ছে। কারণ পড়ুয়ার সংখ্যা ১০-এর কম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিমেস্টারের জন্য নির্ধারিত সময় দেড় ঘণ্টা। চতুর্থ সিমেস্টারের জন্য নির্ধারিত সময় দুই ঘণ্টা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Maldives | ‘দয়া করে বেড়াতে আসুন’, পর্যটন বাঁচাতে ভারতীয়দের কাছে আর্জি মালদ্বীপের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দয়া করে মালদ্বীপে (Maldives) বেড়াতে আসুন। ভারত-মালদ্বীপ উত্তেজনার মধ্যেই ভারতীয়দের বেড়াতে আসার আর্জি জানালেন দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল (Tourism Minister...

Malda | বোমা মেরে বিজেপির ক্যাম্প ওড়ানোর হুমকি! কাঠগড়ায় তৃণমূল ছাত্রনেতা

0
চাঁচল: বিজেপির ক্যাম্প অফিস (BJP Camp Office) বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে...

2026 FIFA World Cup | বিশ্বকাপের যোগ্যতা অর্জনের খেলায় ১৫ জনের দ্বিতীয় দল ঘোষণা,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার জন্য ১৫ জনের তালিকা প্রকাশ করলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাক(Igor Stimac)...

Lok Sabha Election 2024 | সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান, রিপোর্ট চাইল কমিশন

0
মিঠুন হালদার ও অর্ণব চক্রবর্তী, মুর্শিদাবাদ ও ফরাক্কা: রাজ্যের নজরকাড়া অন্যতম কেন্দ্র মুর্শিদাবাদ (Murshidabad)। মঙ্গলবার ভোট (Lok Sabha Election 2024) শুরু হতেই উত্তপ্ত হতে...

TMC Leader Arrested | স্ত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা! গ্রেপ্তার তৃণমূল নেতা

0
রায়গঞ্জ: স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Arrested)। এই অভিযোগে সুদীপ বৈশ্য (৩৮) নামে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে...

Most Popular