Sunday, May 19, 2024
HomeBreaking NewsHS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৫৮ জন, দেখে নিন মেধাতালিকা...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৫৮ জন, দেখে নিন মেধাতালিকা…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর উচ্চমাধ্যমিকে (HS Result 2024) প্রথম দশে রয়েছে ৫৮ জন। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। এবছর রাজ্যের কোন স্কুলের কোন পড়ুয়া রয়েছে প্রথম দশে, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা-

প্রথম স্থান
১) অভীক দাস (৪৯৬), ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)।

দ্বিতীয় স্থান
২) সৌম্যদীপ সাহা (৪৯৫)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

তৃতীয় স্থান
৩) অভিষেক গুপ্ত (৪৯৪)। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।

চতুর্থ স্থান (৪৯৩)

৪) প্রতীচী রায় তালুকদার, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার।
৫) শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর

পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর: (৪৯২)

৬) সুপ্তোত্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদা।
৭) অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
৮) সায়ন্তন মাইতি (৪৯২), কন্টাই হাইস্কুল, কাঁথি।
৯) সুস্বাতী কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল, বাঁকুড়া।
১০) শৌনক কর, স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।
১১) সানন্দা রায়, নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম।
১২) অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাইস্কুল, বাঁকুড়া।

ষষ্ঠ স্থান, প্রাপ্ত নম্বর: (৪৯১)
১৩) মনস্বী চন্দ, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার।
১৪) রুদ্র দত্ত, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।
১৫) নিলয় চট্টোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
১৬) শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
১৭) অভ্রকিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল।

১৮) সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম।
১৯) আফরিন মণ্ডল, মেমারি ভি এস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান।
২০) অনিমেষ লায়েক, ইন্দপুর গোয়েঙ্কা হাইস্কুল, বাঁকুড়া।

সপ্তম স্থান, প্রাপ্ত নম্বর: (৪৯০)
২১) অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, উত্তর দিনাজপুর।
২২) সৌমিক ধবল, বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুল।
২৩) ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল।
২৪) বিদিশা সন্নিগ্রাহী, সিমলি পাল মদন মোহন হাইস্কুল, বাঁকুড়া।
২৫) মহম্মদ শাহিদ, আরামবাগ হাইস্কুল, হুগলি।

অষ্টম স্থান, প্রাপ্ত নম্বর: (৪৮৯)
২৬) অর্ঘ্যদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা।
২৭) সোমশুভ্র কর্মকার, আরামবাগ হাইস্কুল, হুগলি।
২৮) রুমা কোনার, ভেদুয়াশোল হাইস্কুল, বাঁকুড়া।
২৯) অস্মিত কুমার মুখোপাধ্যায়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।
৩০) কৌশিক ঘোষ, গোয়ালযান রিফিউজি হাইস্কুল, মুর্শিদাবাদ।
৩১) সিঞ্চন দত্ত, বিবর্দ সচ্চিদানন্দ বিদ্যাপীঠ, বাঁকুড়া।

নবম স্থান, প্রাপ্ত নম্বর: (৪৮৮)

৩২) অন্বেষা দত্ত, আলিপুরদুয়ার গার্লস হাইস্কুল।
৩৩) প্রীতম্বর বর্মন, তরঙ্গপুর এন কে হাইস্কুল, উত্তর দিনাজপুর।
৩৪) পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয়, হুগলি।
৩৫) অহন চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, রহড়া, উত্তর ২৪ পরগনা।
৩৬) কুশল ঘোষ, তেহট্ট হাইস্কুল, নদিয়া।
৩৭) অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
৩৮) অর্পণ গোস্বামী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।
৩৯) অর্ক সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
৪০) বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি।
৪১) বিতান আহমেদ, সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির, দক্ষিণ ২৪ পরগনা।
৪২) উজান চক্রবর্তী, পাঠ ভবন, কলকাতা।

দশম স্থান, প্রাপ্ত নম্বর: (৪৮৭)
৪৩) অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়।
৪৪) সৃজনী ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি।
৪৫) তন্নিষ্ঠা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা।
৪৬) বৃষ্টি দত্ত, বেগমপুর হাইস্কুল, হুগলি।
৪৭) সোহা ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হুগলি।
৪৮) অন্তরা শেঠ, মেঝিয়ারি এস সি এস হাইস্কুল, পূর্ব বর্ধমান।
৪৯) ইন্দ্রাণী সেন, পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।
৫০) সুকৃতি মণ্ডল, সাঁকরাইল অভয় চরণ হাইস্কুল, হাওড়া।
৫১) দেবপ্রিয়া বাড়, এগরা ঝাটুলাল হাইস্কুল, পূর্ব মেদিনীপুর।
৫২) শতপর্ণা মিল, টাকি হাউজ মাল্টিপারপাস গার্লস হাইস্কুল, কলকাতা।
৫৩) সোহম কোনার, মন্টেশ্বর সাগরবালা হাইস্কুল, পূর্ব বর্ধমান।
৫৪) সোহম মুখোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
৫৫) অনীশ ঘড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর।
৫৬) শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
৫৭) তৌফিক মামুদ, রহিমপুর নবগ্রাম হাইস্কুল, হুগলি।
৫৮) সংসপ্তক আদক, হলদিয়া হাইস্কুল, পূর্ব মেদিনীপুর।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

Most Popular