মালদা: হরিশ্চন্দ্রপুরে বিধানসভা এলাকায় গ্রাম পঞ্চায়েতের আসনে একই পরিবারের দুই জা প্রার্থী হয়ে অপরের বিরুদ্ধে এবার লড়াই করছেন। সেই ঘটনা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এরই পাশাপাশি কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর পুরাতন বাজার পাড়া বুথে এবার প্রার্থী হয়েছেন স্বামী ও স্ত্রী দু’জনই। ভোট ময়দানে স্বামী ও স্ত্রীর লড়াই নিয়ে জোর চর্চা চলছে এলাকায়। এই গ্রাম পঞ্চায়েত আসনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন স্ত্রী সাহারিন সুলতানা। অন্যদিকে, একই আসনে সিপিএমের হয়ে স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল হক।
‘পরিবার পরিবারের জায়গায় আর রাজনীতি রাজনীতির জায়গায়‘-এমনটাই দাবি করছেন প্রার্থী দু’জনই। তবে তাঁদের মূল লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা। প্রচারে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন ওই দম্পতি। এলাকাবাসীরা জানাচ্ছেন, মানুষের কাজ করবে, এলাকায় উন্নয়ন করবে, ভোট তার পক্ষেই যাবে। সিপিএম প্রার্থী আশরাফুল হক বরাবরই বামপন্থী ঘরানায় মানুষ। অন্যদিকে, তাঁর স্ত্রী শাহারিন সুলতানা কংগ্রেসের ভক্ত। আশরাফুল হক পেশায় স্কুল শিক্ষক এবং সাহারিন পারভিন একজন গৃহবধূ।
সিপিএম প্রার্থী আশরাফুল হক বলেন, ‘এলাকায় প্রচারে গিয়ে মানুষের সমর্থন পাচ্ছি। জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী।’ তবে এবারের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই তাঁর লড়াই হবে। তিনি আরও জানান, স্বামী অথবা স্ত্রী মানুষ যাকেই সমর্থন করুক না কেন তাঁদের সম্পর্কে কোনও বাধা আসবে না। তাঁর লক্ষ্য, এলাকায় তৃণমূল যেন একটুকুও ভোট না পায়। স্ত্রী কংগ্রেসের প্রার্থী সাহারিন সুলতানা জানান, এলাকায় মানুষের সমর্থন পাচ্ছেন তিনি। তবে তৃণমূল কংগ্রেসকে হারানোই তাঁর মূল লক্ষ্য।