উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। মন্ত্রীর বাড়িতে ইডির হানা দেওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উগরে দিলেন ক্ষোভ।
এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না।জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’
এখানে থেমে না থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন কোনও কিছু লিমিটলেস হয়ে যায়, তখন কিছু বলতেই হয়। সেই কারণেই আমি এক দেড় মাস পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আজ জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। আগামিকাল কলকাতায় পুজো কার্নিভ্যাল। সব মন্ত্রীরা ব্যস্ত। কেউ বিজয়া করতে গিয়ে দেখে ঘরে ইডি অভিযান চলছে। সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চলে, তাহলে আর বাকি থাকল কী! বিজেপি ভাবেছে এভাবে মুখ বন্ধ করা যাবে। এটা খুবই নোংরা রাজনীতি। বিজেপি মিথ্যাবাদীদের দল।’