কোচবিহার: লোকসভা নির্বাচনের আগে রাজ্যের দুই শতাধিক পুলিশ(Police) আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিনই বদলির অর্ডার জারি হয়েছে। তাতে কোচবিহার(Cooch Behar) জেলার কোতোয়ালি, হলদিবাড়ি, মাথাভাঙ্গা, সিতাই, দিনহাটা থানার আইসি(IC) সহ বেশকিছু পদে পুলিশ আধিকারিকের বদল ঘটেছে। কোতোয়ালি থানার বর্তমান আইসি অমিতাভ দাস বদলি হয়ে জলপাইগুড়ির ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্বে যাচ্ছেন। তাঁর জায়গায় আসছেন তপন পাল। তপনবাবু এতদিন কুশমণ্ডির আইসির দায়িত্বে ছিলেন। সিতাই থানার বর্তমান আইসি প্রবীণ প্রধান কালিম্পংয়ের আইসির দায়িত্ব নিচ্ছেন। তাঁর জায়গায় আসছেন দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান বদলি হয়ে দক্ষিণ দিনাজপুরের ডিআইবি ইন্সপেক্টরের পদে যাচ্ছেন। তাঁর বদলে মাথাভাঙ্গার আইসির দায়িত্ব নিয়ে আসছেন হেমন্ত শর্মা। হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া বদলি হয়ে জলপাইগুড়ির ট্রাফিকে যাচ্ছেন। তার জায়গায় আসছেন কাশ্যপ রাই। দিনহাটার বর্তমান আইসি সুরজ থাপা, তিনি বদলি হয়ে শিলিগুড়ি পুলিশের ইন্সপেক্টর পদে যাচ্ছেন।
Cooch Behar | কোচবিহারে একসঙ্গে ৫ থানার আইসি বদল
RELATED ARTICLES
[td_block_21 custom_title="LATEST POSTS"]