Sunday, April 28, 2024
HomeExclusiveJalpaiguri | রাতের ধূপগুড়ি শহরে বাড়ছে নেশার আড্ডা

Jalpaiguri | রাতের ধূপগুড়ি শহরে বাড়ছে নেশার আড্ডা

মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। অনেকেই অভিযোগ তুলেছেন, সন্ধ্যার পর সুপার মার্কেট চত্বর দিয়ে যাতায়াত করাই মুশকিল হয়ে দাঁড়ায়।

শুভাশিস বসাক, ধূপগুড়ি: রাতের ধূপগুড়ি শহরের অলিগলিতে বাড়ছে নেশার আড্ডা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসীর অনেকেই। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বর সহ শহরের একাধিক জায়গায় এই আড্ডা জমে উঠছে। কোথাও গাঁজা আবার কোথাও মদের আসর বসছে অবাধে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। অনেকেই অভিযোগ তুলেছেন, সন্ধ্যার পর সুপার মার্কেট চত্বর দিয়ে যাতায়াত করাই মুশকিল হয়ে দাঁড়ায়। শুধু সুপার মার্কেট নয়, হাসপাতালের পেছনের ৮ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় রমরমিয়ে আড্ডা জমে উঠতে দেখা যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে পালটা হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ উঠছে আড্ডায় মগ্ন নেশাখোর তরুণদের বিরুদ্ধে।

শহরবাসীর অনেকেই পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন। তা না হলে এই ধরনের আড্ডা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তাঁরা। ধূপগুড়ির বাসিন্দা সৌরভ দাস বলেন, ‘অবৈধভাবে গজিয়ে ওঠা আড্ডার প্রতিবাদ করতে গিয়ে হুঁশিয়ারির মুখোমুখি হয়েছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ নেই। কারণ যাঁরা আড্ডা দিচ্ছেন, তারা পরিচয় দেওয়ার সময় এলাকার প্রভাবশালী অনেকের নাম নিচ্ছেন। এতে সাধারণ মানুষ আরও ভীতসন্ত্রস্ত হয়ে উঠছেন।’ একই দাবি করেছেন অপর বাসিন্দা সৌরভ পালও। তাঁর কথায়, ‘রেগুলেটেড মার্কেট চত্বরে প্রায়ই আড্ডা বসছে। সেখানে নানা ধরনের নেশার আসর জমে উঠছে। পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।’

শহরের এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ধূপগুড়ি পুরসভা কর্তৃপক্ষও। ধূপগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে। সবকিছু পুলিশকে জানানো হয়েছে। পুরোটাই নজরে রেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ প্রসঙ্গত, এর আগেও ধূপগুড়ি হাসপাতালের পেছনের অংশ এবং রেগুলেটেড মার্কেট চত্বরে পুলিশ নজরদারি বাড়িয়েছিল। কিন্তু নজরদারি ক্রমশ হালকা হতেই পুনরায় আসর গজিয়ে উঠেছে। ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) গিলসেন লেপচা বলেন, ‘সবক’টি এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। কাউকেই রেয়াত করা হবে না। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | রামের বেশে নতুন লুকে রণবীর, সীতার চরিত্রে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ছবির লুক ফাঁস হল রনবীর কাপুরের। শনিবার নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর সেট থেকে রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে...

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Most Popular