Monday, May 13, 2024
HomeTop Newsনয়া বিলে ‘গণপিটুনি’ অপরাধ, বিরোধী শূন্য লোকসভায় পাস ন্যায় সংহিতা   

নয়া বিলে ‘গণপিটুনি’ অপরাধ, বিরোধী শূন্য লোকসভায় পাস ন্যায় সংহিতা   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিরোধী শূন্য লোকসভায় বুধবার পাস হয়ে গেল ন্যায় সংহিতা বিল। লোকসভায় বহিষ্কৃত ৯৭ সাংসদের অনুপস্থিতিতেই পাশ হয়েছে এই বিল। চলতি বছরে বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বুধবার সংসদে পেশ হয় ওই তিন বিল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা।

এদিন বিরোধী শূন্য লোকসভায় মোট ৩ টি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘণ্টা খানেকের মধ্যেই তা পাশ হয়ে যায়। এদিন বিল পেশের সময় অমিত শাহ বলেন, ‘নয়া ফৌজদারি আইনের প্রতিটি দাড়ি, কমা খতিয়ে দেখেছি। এই বিল সংক্রান্ত ১৫৮ টি বৈঠক করা হয়েছে। এই বিলের ক্ষেত্রে ভারতীয়তা, ভারতীয় সংবিধান এবং জনগণের কল্যাণের উপর জোর দেওয়া হয়েছে। অমিত শাহ আরও জানান, গণপিটুনিকে এই বিলের আওতায় অপরাধ হিসাবে তুলে ধরা হচ্ছে। এর আগেও এই বিল লোকসভায় পাশ হয়। সেখানে বেশ কিছু সংশোধনের সুপারিশ করা হয়েছিল। ইন্ডিয়া জোটের সদস্যদের দাবি ছিল, বিল নিয়ে তাড়াহুড়ো করছে কেন্দ্র। শেষমেশ কার্যত বিরোধী শূন্য লোকসভায় পাশ হল ওই বিল।

প্রসঙ্গত, লোকসভায় বুধবার তিনটি সংশোধিত ফৌজদারি আইন বিল পাস হয়েছে। এগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, যা ভারতীয় দণ্ডবিধির জায়গায় লাগু হওয়ার প্রস্তাব করেছে। ফৌজদারি কার্যবিধির জায়গায় লাগু হওয়ার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আসবে ভারতীয় প্রমাণ আইনের জায়গায়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | জিতেন্দ্র তেওয়ারির পাণ্ডবেশ্বর যাওয়া আটকালো পুলিশ! দুর্গাপুরে বিজেপি বিধায়ককে...

0
পাণ্ডবেশ্বর: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) গাড়ি আটকালো পুলিশ! সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা...

Chalsa | চালসা থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পানীয় জল! কিন্তু কেন?

0
চালসা: মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের বেজায় সমস্যা। এই পরিস্থিতিতে ২৫ কিলোমিটার দূর থেকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের গাড়ি এসে মেটেলি ব্লকের চালসা...

Dilip ghosh | রণক্ষেত্র মন্তেশ্বর! দিলীপ ঘোষের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ধুন্ধুমার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রার্থীর নিরাপত্তারক্ষীর গাড়িতে ভাঙচুর চালানো হয়...

Islampur | মিলছে না সরকারি সাহায্য-সহযোগিতা, ঐতিহ্যবাহী সূর্যাপুরি আম চাষে অনীহা চাষিদের

0
ইসলামপুর: হারিয়ে যাচ্ছে ইসলামপুরে (Islampur) ঐতিহ্য সূর্যাপুরি আম। কারণ, সরকারি সাহায্য ও প্রশাসনিক নজরদারির অভাব। এখানকার বহু চাষি অন্যান্য ফসলের মতো সূর্যাপুরি আমেরও চাষ...

Narendra Modi | মাথায় গেরুয়া পাগড়ি, হাতে খুন্তি! প্রধানমন্ত্রীর এমন রূপ আগে দেখেছেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফা ভোটের মধ্যে একেবারে অন্যরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মাথায় গেরুয়া পাগড়ি, হাতে বিশাল খুন্তি। নিজে হাতে...

Most Popular